বাংলাহান্ট ডেস্ক : জনপ্রিয়তার হাওয়ায় ভাসছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta)। ছোটপর্দায় দর্শকদের মন জয় করার পর সদ্য বড়পর্দায় পা রেখেছেন তিনি। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শ্রীচৈতন্যদেবের চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছে। ঢালাও প্রশংসা পাচ্ছেন দিব্যজ্যোতি। কিন্তু তাও তাঁর মুখে হতাশার কথা। কেন?
হতাশা কাটছে না দিব্যজ্যোতির (Dibyajyoti Dutta)
দিব্যজ্যোতির কথায়, তিনি পারেননি, সেটা তাঁর ব্যর্থতা। তবে কি নিজের অভিনয় নিয়ে সন্তুষ্ট নন দিব্যজ্যোতি? সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, অনেকেই আছেন যারা কাজের পাশাপাশি পড়াশোনা করেছেন। তিনি কলেজে থাকতে থাকতে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি এটা তাঁর ব্যর্থতা। এর জন্য কাজকে দায়ী করতে পারবেন না তিনি।

কী বললেন অভিনেতা: দিব্যজ্যোতি (Dibyajyoti Dutta) বলেন, তাঁর মতে পড়াশোনা একাগ্রতার বিষয়। কাজের সঙ্গে সঙ্গে পড়াশোনা করা যায় না। অভিনেতা জানান, তাঁকে ডিসট্যান্সে পড়াশোনা করার পরামর্শ দিয়েছিলেন অনেকে। কিন্তু তাঁর মনে হয়েছে ওটাকে পড়াশোনা করা বলে না। কলেজে গিয়ে পরীক্ষা দেওয়ার যে চাপ সেটাকেই পড়াশোনা বলে মনে করেন দিব্যজ্যোতি।
আরও পড়ুন : নাম নেই ২০০২-এর লিস্টে, কবি জয় গোস্বামীকে শুনানিতে তলব কমিশনের
মা-ও ছেড়েছিলেন পড়াশোনা: কাজের পাশাপাশি ওভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি দিব্যজ্যোতি। একটা সময় তাই মাকে বলেছিলেন যে তাঁর পক্ষে আর পড়াশোনা চালানো সম্ভব নয়। অভিনেতা জানান, তাঁর মা যখন সেকেন্ড ইয়ারে পড়তেন তখন দিব্যজ্যোতি (Dibyajyoti Dutta) তাঁর গর্ভে আসেন। তাই তিনিও আর পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেননি।
আরও পড়ুন : ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ, বর্ষবরণের রাতে মথুরায় বাতিল সানির অনুষ্ঠান
প্রসঙ্গত, ছোটপর্দায় কাজ করার সময়ই প্রচুর প্রশংসা পেয়েছিলেন দিব্যজ্যোতি। প্রথম ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। আগামীতে সিনেমাতেই কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে চান তিনি নাকি আবার ছোটপর্দায় ফিরতে চান সেটাই দেখার অপেক্ষা।












