বাংলা হান্ট ডেস্ক: কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি বর্তমানে ভারত (Messi GOAT India Tour) সফরে এসেছেন। রবিবার তাঁর সফরের দ্বিতীয় দিন। যেখানে তিনি মুম্বাইতে বেশ কয়েকজন বড় তারকার সঙ্গে দেখা করবেন। এদিকে, গত শনিবার মেসি কলকাতা এবং হায়দরাবাদে সফর ঘটে। কলকাতায় তাঁর ইভেন্টে চরম বিশৃঙ্খলা পরিলক্ষিত হলেও হায়দরাবাদের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এমনকি, হায়দরাবাদের মাঠে মেসি বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করেন। এমতাবস্থায়, অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে, মেসি কেন ভারতে পুরো ম্যাচ খেলছেন না? এর নেপথ্যে রয়েছে একটি বিশেষ কারণ। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই।
এবারের ভারত সফরে কেন ম্যাচ খেলছেন না মেসি (Messi GOAT India Tour):
আসলে, মেসির ভারত সফর দীর্ঘ ১৪ বছর পর সম্পন্ন হচ্ছে। মেসি এর আগে ভারত সফরে এসেছিলেন ২০১১ সালে যেখানে আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলার মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার মেসি কোনও ম্যাচ খেলছেন না।

ইনস্যুরেন্স হল আসল কারণ: মেসির ভারতে সমগ্র ম্যাচ না খেলার অন্যতম কারণ হল একটি ইনস্যুরেন্স। মিডিয়া রিপোর্ট অনুসারে, মেসির কাছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইনস্যুরেন্স পলিসি রয়েছে। বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে মেসির বাম পায়ের ইনস্যুরেন্স প্রায় ৮০ বিলিয়ন ইউরো। মেসি এই ইনস্যুরেন্স করেছেন যাতে তিনি তাঁর কেরিয়ারকে বিপন্ন করতে পারে এমন কোনও আঘাতের খরচ মেটাতে পারেন। এটাও স্পষ্ট যে, মেসি এটা করেছেন কেবল তাঁর দেশ অথবা ফুটবল ক্লাবের হয়ে খেলার জন্য। তিনি মার্কিন মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে খেলেন।
আরও পড়ুন: হায়দরাবাদে সুপারহিট মেসি শো! আয়োজকদের করলেন প্রশংসা, মন ভরল দর্শকদেরও
এমতাবস্থায়, প্রদর্শনী ম্যাচগুলি ইনস্যুরেন্স পলিসির আওতাভুক্ত নয় এবং এই ম্যাচগুলিতে মেসি যদি কোনও গুরুতর আঘাত পান সেক্ষেত্রে তিনি কোটি কোটি টাকার ইনস্যুরেন্স পাবেন না। এই কারণেই মেসি ভারতে কোনও ম্যাচ খেলছেন না।
আরও পড়ুন: গোটা বিশ্বকে চমকে দিল ভারত! প্রতি ৪০ দিনে মিলছে নতুন যুদ্ধজাহাজ, শক্তি বাড়ছে নৌবাহিনীর
কলকাতায় বিশৃঙ্খলা: মেসি কলকাতায় সফরের মাধ্যমে ভারতে তাঁর G.O.A.T ট্যুর শুরু করেন। কলকাতায় তিনি তাঁর মূর্তি উদ্বোধন করেন এবং তারপর সল্টলেক স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেন। যদিও, ওই স্টেডিয়ামে সারাক্ষণ ধরেই তিনি রাজনীতিবিদ এবং সেলিব্রিটিদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। যার কারণে টিকিট কেটে স্টেডিয়ামে আসা দর্শকরা তাঁকে আদৌ দেখতে পাননি। আর সেই কারণেই অনুরাগীরা ক্ষুব্ধ হন এবং স্টেডিয়ামে বিশৃঙ্খলা শুরু হয়। এর পাশাপাশি, ক্ষুব্ধ অনুরাগীরা যুবভারতীতে ভাঙচুরও চালায়।












