বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের লড়াইয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে টলিউডের দুই তারকা অভিনেতার টক্কর পরিলক্ষিত হচ্ছে। যেখানে একে অপরের মুখোমুখি হচ্ছেন দেব (Dev) এবং হিরণ (Hiranmoy Chatterjee)। ঠিক এইরকমই ছবি পরিলক্ষিত হচ্ছে হুগলিতেও। সেখানে চলছে টলিউডের দুই অভিনেত্রীর লড়াই। যেখানে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েক বছর রাজনীতির ময়দানে থাকা লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃণমূলের হয়ে প্রার্থী করেছেন রাজনীতিতে এক্কেবারে সদ্য পদার্পণ করা রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachna Banerjee)।
তবে, রাজনীতির ময়দানে আসা থেকেই বিভিন্ন কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন “দিদি নম্বর ওয়ান”। শুধু তাই নয়, সাংবাদিকদের সামনে তিনি মুখ খুললেই রাতারাতি তা হয়ে যাচ্ছে ভাইরাল। কিন্তু, হুগলির প্রার্থী হিসেবে কেন রচনা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিলেন মুখ্যমন্ত্রী? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন মমতা। হুগলির বলাগড়ে উপস্থিত হয়ে মমতা জানালেন সেই কথা।
মুখ্যমন্ত্রী জানান, “রচনাকে আমি প্রার্থী করেছি। কারণ যিনি এখানে বিজেপির প্রার্থী রয়েছেন তিনি সকলের গলারই লকেট।” তবে, এটা বলার সাথে সাথেই তিনি আরও জানান যে, “আমি কিন্তু খারাপ সেন্সে না বলে ভালো সেন্সেই বলছি। আর আমি এটাই বলব, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। তাই আমি রচনাকে প্রার্থী করেছি।” এমতাবস্থায়, মুখ্যমন্ত্রী “সকলেরই গলার লকেট” বলার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন সেটা কিন্তু স্পষ্ট হয়নি।
আরও পড়ুন: ভারতে কমছে হিন্দু, ৪৩ শতাংশ বাড়ল মুসলিম! ভোটের মাঝেই এল জনসংখ্যা নিয়ে রিপোর্ট
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রুপোলি দুনিয়ার ক্ষেত্রে লকেট-রচনা দু’জনেই অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় অভিনেত্রী। বেশ কয়েক বছর ধরে দাপটের সাথে অভিনয় করেছেন দু’জনই। এদিকে, লকেটকে অভিনয়ের দুনিয়ায় বর্তমানে দেখা না গেলেও রচনা এখনও যথেষ্ট যুক্ত রয়েছেন কাজের সাথে। বিভিন্ন শো-তেও তাঁকে দেখা যায়। এদিকে, লকেট ২০১৯ সালের হুগলির সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এবারেও টিকিট পেয়ে তিনি করছেন প্রতিদ্বন্দ্বিতা।
আরও পড়ুন: ভোট দিতে এসেই খুলে গেল কপাল! হিরের আংটি পেলেন ভোটাররা, আধিকারিকরাই দিলেন “উপহার”
তবে, ভোট প্রচারের ক্ষেত্রে বেশ হালকা মেজাজেই দেখা যাচ্ছে রচনাকে। যেটি উপভোগ করছেন স্থানীয় বাসিন্দারাও। কখনও এই তারকা প্রার্থীকে মাছ কিংবা সবজি কিনতে দেখা যাচ্ছে, কখনও বা তিনি তাঁর মজাদার কথার মাধ্যমে নিয়ে রাখছেন লাইমলাইট। আর এইভাবেই “কমেডি”-র আড়ালে রচনা থাকছেন খবরের শিরোনামে। তবে, লকেট “বেশ সিরিয়াসভাবেই” চালিয়ে যাচ্ছেন প্রচার। এমতাবস্থায়, নির্বাচনের লড়াইতে শেষ হাসি কে হাসবেন সেটাই এখন দেখার বিষয়।