এত সাধারণ কেন বিখ্যাত গায়ক অরিজিৎ? জানলে অবাক হবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : বাংলা হোক বা হিন্দি। গানের দুনিয়ায় একটাই নাম ‘অরিজিৎ সিং’। রোমান্টিক গান থেকে দুঃখের গান সর্বত্রই দাপট তাঁর কণ্ঠের। তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। তাঁর রাজত্ব হাজারো ভক্তের হৃদয়ে। ৫৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এ সেরা পুরুষ গায়কের পুরস্কার তাঁর ঝুলিতে। বলিউড জগতে তাঁর প্রথম গান ‘মার্ডার ২’ ছবির ফির মহব্বত। যদিও সে সময় সেভাবে জনপ্রিয়তা পাননি তিনি। তবে ‘আশিকী ২’ ছবিতে গান গেয়ে ভক্তদের মনে পাকাপাকি ভাবে নিজের জায়গা বানিয়ে ফেলেন তিনি।

তাঁর কনসার্টের টিকিটের দাম কয়েক হাজার টাকা। তাঁকে একবার সামনে থেকে দেখার জন্য অপেক্ষায় বসে থাকেন ভক্তরা। কিন্তু কোনওরকম জাঁকজমক নয় একেবারে সাদামাটা জীবনযাপন পছন্দ করেন সকলের প্রিয় অরিজিৎ। আর তাঁর এই স্বভাবের কারণেই তিনি ভক্তদের একেবারে মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন।

arijit1 16603186993x2

বর্তমানে এই মানুষটা একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেলেও তাঁর সাধারণ ভাবে জীবনযাপন করা সত্যি মুগ্ধ করে ভক্তদের। আদি বাড়িতে গিয়ে সাইকেল নিয়ে ঘুরে বেড়ান এই জনপ্রিয় গায়ক। ছেলেকে স্কুল থেকে নিতে গিয়ে অন্যান্য অভিভাবকদের সঙ্গে গেটের বাইরে দাঁড়িয়ে থাকেন তিনি। দামি কোনও গাড়িও নেই তাঁর। তাঁর আশেপাশে ঘুরতে দেখা যায়না কোনও বডি গার্ডকে।

bfd295f73f93

এত সাধারণ কিভাবে থাকেন তিনি? সেই প্রশ্ন অনেকেই করেছেন তাঁকে। এই প্রশ্নের উত্তর এবার নিজেই দিলেন এই সেলিব্রিটি। গায়কের সাফ কথা ‘ আমি এভাবেই ভালো আছি’। মুর্শিদাবাদে মাঝেমধ্যেই পথে ঘটে হেঁটে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। এই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ বাড়ির সামনেই যেতে হয় মাঝেমধ্যে, সেকারণেই পায়ে হেঁটে যাতায়াত করি’। নিজের সাধারণ জীবনযাপন নিয়ে খুব বেশি কিছুই বলতে চাইলেন না অরিজিৎ।

additiya

সম্পর্কিত খবর