কেন iPhone হয় এত দামি? পেছনে রয়েছে এই বড় কারণ, জানলে হবেন অবাক

বাংলা হান্ট ডেস্ক: মোবাইল প্রেমীদের পছন্দের তালিকায় একদম প্রথম সারিতেই থাকে Apple-এর iPhone। যত দিন এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে iPhone-এর ক্রেজ। আর সেই কারণেই বাজারে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তুলনায় দাম অত্যন্ত বেশি হলেও প্রতিবছর রেকর্ড হারে বিক্রি হচ্ছে iPhone। তবে, কখনও ভেবে দেখেছেন যে, কেন iPhone-এর মডেলগুলির দাম অন্যান্য ফোনের তুলনায় অনেকটাই বেশি থাকে? বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গেই বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। যেটি জানার পর অবাক হয়ে যাবেন প্রত্যেকেই।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রতি বছরই সেপ্টেম্বর মাসে Apple তাদের নতুন স্মার্টফোনের সিরিজ সামনে আনে। চলতি বছরেও তার ব্যতিক্রম ঘটবে না। ইতিমধ্যেই এই সংস্থা iPhone 15 সিরিজ লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করেছে। যেগুলির দাম সম্পর্কে শুরু হয়েছে জল্পনাও। এবারে আসি, iPhone-এর দাম কেন এত বেশি থাকে এই প্রসঙ্গে।

মূলত, Apple-এর iPhone দীর্ঘদিন ধরে সঠিকভাবে পারফরম্যান্স বজায় রাখে। পাশাপাশি, Apple হ্যান্ডসেটগুলির জন্যে A-Series Chips-এর চিপসেট ব্যবহার করে। যেটি হল কোম্পানির ইনহাউস চিপসেট। এমনিতেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলির ক্ষেত্রে দেখা যায় যে, সেগুলির ব্যবহারের বয়স যত বাড়তে থাকে ততই “স্লো” হতে শুরু করে। শুধু তাই নয়, অ্যান্ড্রয়েড ফোনগুলি যতই দামি হোক না কেন শুরুতে ভালো পারফরম্যান্স করলেও পরে সেগুলি “স্লো” হয়ে যায়। এক্ষেত্রে, iPhone অনেকটাই এগিয়ে রয়েছে।

পাশাপাশি, অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলির তুলনায় iPhone অনেক বেশি সুরক্ষিত। এছাড়াও, iPhone-এর ক্ষেত্রে হ্যাকিংয়ের ঝুঁকিও অনেক কম থাকে। আর সেই কারণেই নিরাপত্তার দিকটি মাথায় রেখে এখন অনেকেই iPhone-এর প্রতি আকৃষ্ট হচ্ছেন। শুধু তাই নয়, গুগল প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ম্যালওয়্যার পৌঁছে দিতে পারে। যার ফলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন: বিশ্বের সবথেকে বেশি ভিজিট করা ৫ ওয়েবসাইটের তালিকায় স্থান পেল X! জানুন এক নম্বরে কে

দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি: এদিকে, অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরার তুলনায় iPhone-এর ক্যামেরা সেন্সর যথেষ্ট ভালো। Apple গত বছর iPhone 14 Pro সিরিজে প্রথমবার ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা প্রদান করেছিল। যেটির ইমেজ কোয়ালিটি দুর্দান্ত। অপরদিকে, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা দেখা গিয়েছে। Redmi, Realme এবং Samsung-এর মতো কোম্পানিগুলি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এমন হ্যান্ডসেট লঞ্চ করেছে।

আরও পড়ুন: এই কাজটি না করলেই পড়বেন মহা বিপদে! মোবাইল ব্যবহারকারীদের চূড়ান্ত সতর্ক করল সরকার

ডিজাইন এবং মেটিরিয়াল: iPhone তৈরির ক্ষেত্রে বিশেষ ধরণের মেটিরিয়াল ব্যবহার করা হয়। এছাড়াও, iPhone-এর ডিজাইনও অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় হয় আলাদা।পাশাপাশি, iPhone-এর ক্ষেত্রে ফোনের বডি বিভিন্ন মেটেরিয়াল মিশিয়ে তৈরি করা হয়। অপরদিকে, একাধিক অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা স্মার্টফোন তৈরির সময়ে কাভারে প্লাস্টিকের ব্যবহার করে। যার ফলে ওই স্মার্টফোনের ডিউরেবিলিটি কমে যায়।

Why is the iPhone expensive? You will be surprised to know the reason

রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট: Apple তাদের প্রোডাক্টগুলি তৈরি করার সময়ে ভালোভাবে রিসার্চের লক্ষ্যে প্রচুর অর্থব্যয় করে। আর সেই কারণেই iPhone তৈরির ক্ষেত্রেও খরচের পরিমাণ বেড়ে যায় এবং ক্রেতাদের কাছেও ফোনটি অনেকটা বেশি দামে উপলব্ধ হয়। অন্যদিকে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি রিসার্চের ক্ষেত্রে খুব বেশি খরচ করে না। যার ফলে ওই ফোনগুলি স্বল্পদামেই পেয়ে যান ক্রেতারা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর