চিন, আমেরিকা, ভারত….কেন একটা ছোট চিপের পেছনে ছুটছে সমগ্ৰ বিশ্ব?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময় দিন যত এগোচ্ছে বিশ্বজুড়ে ততই চাহিদা বাড়ছে সেমিকন্ডাক্টর চিপের (Semiconductor Chip)। মূলত, এই চিপকে ইলেকট্রনিক পণ্যের “Heart” অর্থাৎ হৃদয় হিসেবে বিবেচনা করা হয়। সেমিকন্ডাক্টর চিপ স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি, ডেটা সেন্টার, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ডিভাইস, যানবাহন, হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স, লাইফ সেভিং ফার্মাসিউটিক্যাল ডিভাইস, এগ্রি টেক, এটিএম সহ আরও একাধিক ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এদিকে, এই চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এখন সেমিকন্ডাক্টর চিপের প্রতি আগ্রহ প্রকাশ করছে বিশ্বের প্রতিটি দেশ। এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে যে, ২০২৬ সাল নাগাদ ভারতে এর বাজার ৬৩ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে।

ভারতের জন্য এই চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতে সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য বেদান্তের সাথে জয়েন্ট ভেঞ্চারের বিষয়ে জানিয়েছিল ফক্সকন। কিন্তু এখন সেটি থেকে সরে এসেছে ওই সংস্থা। এমতাবস্থায়, এই পদক্ষেপ ভারতে চিপ তৈরির জন্য মোদী সরকারের পরিকল্পনাকে একটি ধাক্কা দিয়েছে। মূলত, ভারতে সেমিকন্ডাক্টর চিপের বাজার ক্রমশ বাড়তে থাকায় সরকার দেশে চিপ ম্যানুফ্যাকচারিংয়ে জোর দিচ্ছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ইকোনোমিক স্ট্র্যাটেজিতে চিপ ম্যানুফ্যাকচারিংকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তিনি দেশে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ে ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করতে চান। এই কারণেই প্রধানমন্ত্রী সমগ্ৰ বিশ্বজুড়ে বড় কোম্পানিগুলিকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন।

উপায় নেই আমেরিকার: এদিকে, বিশ্বের অন্যতম দুই শক্তিশালী দেশ আমেরিকা ও চিনের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। কিন্তু আমেরিকা চাইলেও চিনকে ছাড়তে পারছে না। পাশাপাশি, আমেরিকা ও চিনের মধ্যে তিক্ত সম্পর্কের কারণে সেমিকন্ডাক্টর কোম্পানিগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, উভয় দেশ একে অপরের কোম্পানির উপর বিভিন্ন বিধিনিষেধও আরোপ করেছে।

এই প্রসঙ্গে মার্কিন আধিকারিকরা জানিয়েছেন, চিনের মিলিটারি ও সর্ভিল্যান্স কার্যক্রমে আমেরিকান প্রোডাক্টস স্থাপন করা হয়েছে। তাই চিনে চিপস ও চিপমেকিং ইকুইপমন্ট পাঠানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ, আমেরিকা চায় এগুলো দেশেই তৈরি হোক। এজন্য কোম্পানিগুলিকে ভালোরকমের ইনটেনসিভও দেওয়া হচ্ছে। কিন্তু মার্কিন কোম্পানিগুলির জন্য এটা করা সহজ নয়।

চিনের বাজার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মার্কিন চিপ কোম্পানিগুলির জন্য চিন হল একটি বড় বাজার। এর কারণ হল, সেখানে প্রচুর পরিমাণে এই ধরণের প্রোডাক্টস তৈরি করা হয়, যেখানে সেমিকন্ডাক্টর অর্থাৎ চিপ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে স্মার্টফোন, ডিশওয়াশার, গাড়ি এবং কম্পিউটার। এগুলি সারা বিশ্বে রপ্তানি করা হয়।

এদিকে, বিশ্বের মোট সেমিকন্ডাক্টর বিক্রির ক্ষেত্রে চিনের এক-তৃতীয়াংশ অবদান রয়েছে। পাশাপাশি, কিছু আমেরিকান কোম্পানির রেভিনিউ ৬০ থেকে ৭০ শতাংশ আসে শুধুমাত্র চিন থেকে। এছাড়াও, একাধিক কোম্পানি রয়েছে যারা আমেরিকায় চিপ তৈরি করছে কিন্তু সেগুলি অ্যাসেম্বলিং ও টেস্টের জন্য চিনে পাঠানো হয়। এমতাবস্থায়, আমেরিকায় এর জন্য নতুন কারখানা স্থাপন করতে অনেক বছর সময় লাগবে। অর্থাৎ সেমিকন্ডাক্টর শিল্প অনেকাংশেই চিনের ওপর নির্ভরশীল।

চিপ সঙ্কট: উল্লেখ্য যে, সেমিকন্ডাক্টর চিপের দাম মাত্র কয়েক ডলার হলেও করোনার মতো ভয়াবহ মহামারীর সময়ে এটির সঙ্কট দেখা গিয়েছিল। আর এই ঘাটতির কারণেই সারা বিশ্বের বিভিন্ন কোম্পানি কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে। শুধু তাই নয়, বিশ্বব্যাপী চিপ সরবরাহের ঘাটতির কারণে প্রায় ১৬৯ টি ইন্ডাস্ট্রি প্রভাবিত হয়। এদিকে, গত কয়েক মাসেও এই সমস্যা অত্যন্ত গভীর হয়ে উঠেছে। পাশাপাশি বিশ্বের একাধিক বড় কোম্পানিকে ইলেকট্রনিক গুডস এবং কম্পোনেন্টের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এই চিপের তাৎপর্য: ইতিমধ্যেই আমরা জানিয়েছি সেমিকন্ডাক্টর চিপ একাধিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। মূলত, এই চিপগুলি সিলিকন থেকে তৈরি করা হয়। যা বিদ্যুতের একটি সুপরিবাহী। সেমিকন্ডাক্টর চিপগুলি মাইক্রোসার্কিটগুলিতে লাগানো হয় যা বিভিন্ন আধুনিক ইলেকট্রনিক গুডস এবং কম্পোনেন্টগুলিকে শক্তিপ্রদান করে। সমস্ত অ্যাকটিভ কম্পোনেন্টস, ইন্টিগ্রেটেড সার্কিট, মাইক্রোচিপ, ট্রানজিস্টর এবং ইলেকট্রনিক সেন্সর সেমিকন্ডাক্টর মেটিরিয়াল থেকে তৈরি হয়। এগুলি হাই এন্ড কম্পিউটিং, অপারেশন কন্ট্রোল, ডেটা প্রসেসিং, স্টোরেজ, ইনপুট এবং আউটপুট ম্যানেজমেন্ট, সেন্সিং, ওয়্যারলেস কানেক্টিভিটির মতো কাজ করে।

Why is the whole world interested in a small chip

কিভাবে হয় ব্যবসা: সেমিকন্ডাকটর চিপগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং, উন্নত ওয়্যারলেস নেটওয়ার্ক, ব্লকচেইন অ্যাপ্লিকেশন, 5G, আইওটি, ড্রোন, রোবোটিক্স, গেমিং এবং ওয়ারেবল জিনিসগুলির মতো এমার্জিং টেকনোলজির একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ, সেমিকন্ডাক্টর চিপ হল মডার্ন কম্পিউটেশনের অন্যতম প্রধান বিষয়। সেমিকন্ডাক্টর চিপ তৈরি করে এমন প্রধান কোম্পানিগুলির মধ্যে রয়েছে ইন্টেল, স্যামসাং, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC), ব্রডকম এবং এনভিডিয়া। এই চিপস তৈরির প্রক্রিয়া খুবই জটিল। তবে, ইতিমধ্যেই এই ব্যবসা একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। R&D-র দিক থেকে এক্ষেত্রে আমেরিকা অনেকটাই এগিয়ে রয়েছে। তবে, এগুলির অ্যাসেম্বলিং, প্যাকেজিং এবং টেস্টিংয়ে তাইওয়ান এগিয়ে রয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর চিপ চিনেও প্রচুর পরিমাণে উৎপাদিত হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর