নিজের অবসর নিয়ে মুখ খুললেন রোহিত! চমকে দিলেন ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শোচনীয় ব্যর্থতার পরও এখনও ভারতীয় দলের অধিনায়কত্বর দায়িত্ব রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) কাঁধেই। গত মাসে যখন তার নেতৃত্বে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল, তখন অনেকেই তার অধিনায়কত্ব নিয়ে অসন্তুষ্ট হয়েছিলেন। অধিনায়ক রোহিতকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছিলেন অনেকে।

অনেকেই রোহিত শর্মার কাছে অনুরোধ করেছেন যেন তাকে সরানো না হলেও ভারতীয় দলের ভালোর জন্য তিনি নিজেই দায়িত্ব ছেড়ে অবসরের পথে হাঁটেন। সম্প্রতি ইনস্টাগ্রামে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের সাথে দীর্ঘ কথোপকথনের সময় রোহিত শর্মা নিজের অবসর নিয়ে খোলাখুলি আলোচনা করেছিলেন। এই সাক্ষাৎকারে তার বয়স যে অনেকটাই বেড়েছে এবং সেই বিষয়টা সম্পর্কে যে তিনি অবহিত, সেই সত্যিটা তিনি স্বীকার করে নিয়েছেন।

recent rohit

তারপর রোহিত জানিয়েছেন যে তার ইচ্ছা ৩৮ বা ৩৯ বছর বয়সে পৌঁছে তিনি তার ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানাবেন। তিনি মনে করেন যে যখন কোনও ক্রিকেটারের বয়স যখন ৩৯ বা ৪০ বছর হয়, তখন খেলাটা ধীরে ধীরে সেখান থেকে এগিয়ে যেতে থাকে। ফলস্বরূপ তিনি চান সেই বিষয়টা উপলব্ধি করার আগেই ক্রিকেটকে বিদায় জানাতে।

রোহিত শর্মা ২০০৭ সালে তার আন্তর্জাতিক কেরিয়ার আরম্ভ করেন। যদিও গত কিছু সময় ধরেই তিনি একেবারেই নিজের সেরা ছন্দে নেই। তবে নিজেকে হিটম্যান এমন অনেক আন্তর্জাতিক রেকর্ড করে গিয়েছেন যা ভাঙ্গা হয়তো ভবিষ্যতে কোন ক্রিকেটারের পক্ষে অসম্ভব হয়ে উঠবে।

রোহিত শর্মা বিশ্বের একমাত্র ব্যাটার যিনি ওডিআই ফরম্যাটে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। এর পাশাপাশি বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে এক সংস্করণে ৫টি শতরান করেছেন। নিজের দীর্ঘ ক্রিকেট জীবন জুড়ে রোহিত শর্মাকে উত্থান এবং পতন দুটোরই সম্মুখীন হতে হয়েছে। অতি সম্প্রতি তিনি ভারতীয় দলের অধিনায়কত্ব নিয়মিত করার ও সুযোগ পেয়েছেন। ভারতীয় ক্রিকেট সমর্থকরা তার অবসরের পর তাকে একজন কিংবদন্ত হিসেবেই মনে রাখবেন।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর