‘খেলনা বাড়ি’র গল্প চুরির অভিযোগ! ‘সাহেবের চিঠি’র অকালমৃত‍্যু নিয়ে মুখ খুললেন দেবচন্দ্রিমা

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছর শুরু হতেই বাংলা টেলিভিশন (Television) জগতে ভিড় জমিয়েছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। নতুন আসার সঙ্গে সঙ্গেই বাতিল হয়েছে পুরনো। মাত্র হাতে গোনা কয়েকটি পুরনো ধারাবাহিক এখনও দেখা যাচ্ছে টেলিভিশন জগতে।

পুরনো-নতুনের দ্বন্দ্বে জমে উঠেছে টেলিভিশন জগত। তেমন একটি পুরনো ধারাবাহিক হল ‘সাহেবের চিঠি’। সোম থেকে রবি প্রতিদিনই সন্ধ্যা সাড়ে ছটায় স্টার জলসার পর্দায় চোখ রাখলেই দেখা যেত এই ধারাবাহিক। তবে বর্তমানে এই ধারাবাহিকের বদলে এসেছে নতুন ধারাবাহিক।

new project 12 10

মাত্র সাত মাস পথ চলার পর থমকে যায় ‘সাহেবের চিঠি’। ২০২২ সালের জুন মাস নাগাদ শুরু হয়েছিল এই ধারাবাহিক। তবে কেন হঠাৎ করে এই ধারাবাহিক বন্ধ হল সে নিয়ে কিছুই জানা যাচ্ছিলনা। অবশেষে এ বিষয় নিয়ে মুখ খুললেন নায়িকা দেবচন্দ্রিমা সিংহ রায়।

1653994956 debchandrima

তিনি জানান,’হঠাৎ করে ধারাবাহিক বন্ধ হওয়ার পেছনে কি কারন রয়েছে তা বলতে পারবে একমাত্র চ্যানেল কর্তৃপক্ষ। আমাদের এ বিষয়ে মন্তব্য করার মতন কিছুই নেই’।

75802317

‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে দেবচন্দ্রিমা সিংহ রায় এবং প্রতীক সেনকে। এই জুটি বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। কিন্তু হঠাৎ করেই কমতে থাকে ধারাবাহিকের টিআরপি । মাত্র সাত মাস পথ চলার পরেই বন্ধ হয়ে যায় ধারাবাহিক।

000000046bd914afb8a246088b313dca5cda3f1a

উল্লেখ্য, স্টার জলসার পর্দায় যে সময় এই ধারাবাহিক দেখা যেত ঠিক সেই সময়তেই জি বাংলার পর্দায় দেখা যেত ‘খেলনা বাড়ি’ ধারাবাহিক। ‘খেলনা বাড়ির’ গল্প চুরির অভিযোগ ওঠে ‘সাহেবের চিঠির’ বিরুদ্ধে। তাই অনেকের মতে সে কারণেই বন্ধ হয়ে গেছে এই ধারাবাহিক।

জি বাংলার এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে বিশ্বজিৎ ঘোষ এবং আরাত্রিকা মাইতিকে । ২ ধারাবাহিকের মধ্যে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। দর্শকদের অভিযোগ, টিআরপি বাড়ানোর জন্যই জি বাংলার গল্প চুরি করেছে স্টার জলসা। আর তারপরেই হঠাৎ থমকে গেল এই ধারাবাহিকের পথ চলা।

additiya

সম্পর্কিত খবর