দেব-অঙ্কুশ ‘মহানায়ক’, রাজনীতিতে নেই বলেই বাদ জিৎ? অভিনেতার প্রতি অবিচারের অভিযোগে সরব ভক্তরা

বাংলাহান্ট ডেস্ক: মহানায়ক সম্মান (Mahanayak Samman) নিয়ে অব্যাহত বিতর্ক। উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে এই বিশেষ পুরস্কার যাঁদের হাতেই তুলে দেওয়া হয়েছে তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নেটপাড়ায়। এ বছরে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরার পুরস্কার পাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গত বছর মহানায়ক সম্মান উঠেছিল নুসরত জাহান এবং সোহম চক্রবর্তীর হাতে। তার আগে এই বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত।

প্রতি বছরই বদলে বদলে গিয়েছে পুরস্কার প্রাপকদের নাম। কিন্তু অদ্ভূত ভাবে কোনো বছরই এই তালিকায় দেখা যায়নি একটি নাম, জিৎ (Jeet)। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টারদের মধ্যে অন্যতম জিৎ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরবর্তী প্রজন্মের সুপারস্টার তিনি। অবাঙালি জিতু মদনানি টলিউডে এসে দর্শকদের মন জয় করতে বেশি সময় নেননি।

Why isn't jeet not getting mahanayak samman

লম্বা ফিল্মি কেরিয়ারে বহু ছবিই দর্শকদের উপহার দিয়েছেন জিৎ। ডেবিউ ছবিতেই লাইমলাইট কেড়ে নিয়েছিলেন তিনি। মূলত বাণিজ্যিক ছবিতে অভিনয় করলেও ভিন্ন ধারার ছবিতেও তাঁর প্রতিভা প্রকাশিত হয়েছে। এখনো পর্যন্ত টলিউডে তিনিই পুরোপুরি মূলধারার বাণিজ্যিক ছবি ধরে রেখেছেন।

এমন প্রতিভাবান একজন অভিনেতার নাম একবারের জন্যও এলো না মহানায়ক সম্মান প্রাপকদের তালিকায়! গত বছরেও বিষয়টা লক্ষ্য করে সুর চড়িয়েছিলেন জিৎ ভক্ত সহ সিনেপ্রেমীদের একটা বড় অংশ। সোহম মহানায়ক সম্মান পেলে জিৎ কেন পেলেন না? উঠেছিল প্রশ্ন।

এবছরেও অঙ্কুশ হাজরার পুরস্কার পাওয়া নিয়ে ব্যাপক বিতর্ক, সমালোচনা হয়েছে। আগের বারের মতো এ বছরেও অনেকেই জোর গলায় দাবি করেছেন, বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে মহানায়ক সম্মানের দাবিদার একমাত্র জিৎ। রাজনীতি থেকে দূরে থাকেন বলেই কি এখনো মহানায়ক সম্মান হাতে পেলেন না অভিনেতা? উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে এ ব্যাপারে কখনওই কোনো মন্তব্য করতে দেখা যায়নি জিৎকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর