মিথ্যে দাবি! সন্দেশখালির বাসিন্দা বলে কেন তৃণমূলের মিছিলে যোগ? মহিলাদের বিক্ষোভে উত্তপ্ত রাজবাড়ি

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় দুমাস থেকে তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। শাহজাহান, শিবু হাজরাদের গ্রেফতারির পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখনও স্বাভাবিক হয়নি। সন্দেশখালির বিভিন্ন এলাকায় এখনও জারি রয়েছে ১৪৪ ধারা। এই আবহে গতকাল নতুন করে উত্তেজনা ছড়াল এলাকায়। এক নম্বর ব্লকের বাসিন্দা হয়েও কেন নিজেদের সন্দেশখালির বাসিন্দা বলে দাবি করলেন। এই অভিযোগ তুলেই গতকাল তৃণমূলের মিছিলে হাঁটা মহিলাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সন্দেশখালির মহিলারা। রাজবাড়ি (Rajbari) মন্দিরের কাছে বিক্ষোভে ফেটে পড়েন তারা।

সন্দেশখালির ঘটনার আঁচ গিয়ে পড়ল রাজবাড়িতে। নারী দিবসের প্রাক্কালে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় বিশাল মিছিল বের করে তৃণমূল। সেখানেই কলকাতায় মুখ্যমন্ত্রীর সভামঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি পঙ্কজ জানার স্ত্রী নীলিমা জানা বলেন, সন্দেশখালি এখন ভাল আছে। সন্দেশখালির বাসিন্দা না হয়েও কীভাবে তিনি জনসমক্ষে এই মন্তব্য করলেন? এই দাবি তুলেই শুক্রবার বিকালে নীলিমার বাড়ি ঘেরাও করেন গ্রামবাসীরারা। ক্ষোভে ফেটে পড়েন তারা।

বিক্ষোভকারীদের দাবি, সন্দেশখালির ঘটনা দু’নম্বর ব্লকের অন্তর্গত। ওদিকে নীলিমা এক নম্বর ব্লকের বাসিন্দা হয়ে কীভাবে মুখ্যমন্ত্রীর মঞ্চে দাঁড়িয়ে ভাল থাকার বার্তা দিলেন! কেবল নীলিমাই নয়, সন্দেশখালির আরও বেশ কিছু মহিলাও তৃণমূলের এই মিছিলে যোগদান করেন বলে জানা যায়। ভালো থাকার বার্তা দেওয়ার পাশাপাশি তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন।

গ্রামবাসীদের দাবি, রাজবাড়ির বাসিন্দা বেশ কয়েকজন মহিলা এদিন তৃণমূলের মিছিলে যোগদান করেন। নিজেদের সন্দেশখালির বাসিন্দা দাবি করে তারা মিছিলে হাঁটেন। তবে রাজবাড়ি সন্দেশখালির মূল ঘটনাস্থল থেকে অনেক দূরে। তারপরও কী করে নিজেদের সন্দেশখালির বাসিন্দা দাবি করে তারা ভালো থাকার বার্তা দিয়ে এলেন? এই ঘটনারই প্রতিবাদ করে এদিন নীলিমা সহ তৃণমূলের মিছিলে যাওয়া মহিলাদের বাড়ি ঘেরাও করেন গ্রামবাসীরা মহিলারা।

আরও পড়ুন: আজ দুর্যোগ বাংলার এই দুই জেলায়! কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়ার খবর

মহিলাদের অভিযোগ, সন্দেশখালির আন্দোলনের পর‌ও তাদের সমস্যার সুরাহা হয়নি। দীর্ঘদিন ধরে শাহজাহান বাহিনী এলাকায় যে সন্ত্রাস ছড়িয়ে রেখেছেন তা থেকে এখনও বেরোতে পারেননি গ্রামবাসীরা। এরমই আরও একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন মহিলারা। তৃণমূলের অভিযোগ, বিজেপির উস্কানিতেই ঘটনা ঘটেছে। ওদিকে সেই দাবি খারিজ করে দিয়েছেন বিক্ষোভকারী মহিলারা। বিক্ষোভের জেরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সন্ধ্যায় এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর