ধোনি, সৌরভ, কোহলিরাও তো করছে! কেন্দ্রের দোগলাপণ-কে আক্রমণ আশনীরের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে পণ্য ও পরিষেবা কর (GST) কাউন্সিল এবার থেকে অনলাইন গেমিং, ঘোড়দৌড় এবং ক্যাসিনোর ওপর ২৮ শতাংশ কর আরোপের অনুমোদন দিয়েছে। বেশ কিছু শিল্পপতি সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন এবং কেউ কেউ বিশ্বাস করেন যে এর ফলে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রির বিশাল বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার জনপ্রিয় শিল্পপতি আশনীর গ্রোভার নিজের সমালোচনা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে এতদিন ধরে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি এবং সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে মিলে অনলাইন গেমিংকে সমর্থন করেছেন। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসরও একটি বিশেষ অনলাইন গেমিং সংস্থা। তা সত্ত্বেও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, আইপিএল চলাকালীন বা এমনিতেও সারা বছর ক্রিকেট জগতের বিভিন্ন তারকাকে এই অনলাইন গেমিং সংস্থাগুলির হয়ে প্রচার করতে দেখা যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতন কিছু ক্রিকেটার একাধিক এমন সংস্থার বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত। শুধু ক্রিকেটাররাই নয়, চলচ্চিত্র জগতের বড় তারকাদেরও এই জাতীয় সংস্থার বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়।

এই নিয়ে অবশ্য বিতর্ক বরাবরই চলে আসছে। ভারতীয় ক্রিকেট বোর্ড যখন যখন নিজেদের দলের জার্সির স্পনসর হিসেবে একটি অনলাইন গেমিং সংস্থাকে নির্বাচন করা হলো তখন থেকেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। কিন্তু এখন আশনীরের মন্তব্য ব্যাপারটিকে নতুন মাত্রা দিল।

অনলাইন গেমিং সংস্থার বিজ্ঞাপনের সঙ্গে ক্রিকেটারদের যুক্ত থাকা উচিত কিনা সেই নিয়েও তর্ক বিতর্ক চলে আসছে দীর্ঘদিন। বর্তমানে প্রত্যেক নামজাদা ক্রিকেটারই কোনও না কোনও এমন সংস্থার বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা বিসিসিআই কোনদিনই কোন নিয়ম বাড়ায়নি। অথচ বর্তমান করের নিয়ম এই ইন্ডাস্ট্রির টিকে থাকার ওপর একটা বড়।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর