বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর ফের কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি (Lionel Messi GOAT India Tour)। ফুটবলের রাজপুত্রকে কাছে পেয়ে তাঁকে চাক্ষুষ করতে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার অনুরাগী। কিন্তু, তারপরে যা ঘটল তাতে বিশ্বের দরবারে রীতিমতো মাথা হেঁট হল কলকাতার। হাজার হাজার টাকা খরচ করে মেসিকে দেখতে আসা দর্শকেরা তাঁকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন। আর তারপরেই যুবভারতীতে চলে ধ্বংসলীলা।
মেসি ইভেন্টে (Lionel Messi GOAT India Tour) কেন ব্যর্থ কলকাতা?
এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, মেসি তাঁর পরবর্তী সফরে হায়দরাবাদ এবং মুম্বাইতে সুষ্ঠুভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলেও কলকাতা কেন তা করে দেখাতে পারল না? চূড়ান্ত অব্যবস্থায় মেসি যখন মাত্র কয়েক মিনিটেই যুবভারতী ছাড়তে বাধ্য হন তখনই মন ভেঙেছে হাজার হাজার অনুরাগীর। উপস্থিত দর্শকদের অধিকাংশজনই বলেছেন তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

ঠিক এই আবহেই কলকাতার এহেন চূড়ান্ত ব্যর্থতার কারণ খুঁজতে প্রতারিত দর্শকদের নিয়ে কোনও পতাকা ছাড়াই ক্রীড়া দফতর তথা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং অভিযানের প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রতারিত দর্শকদের প্রায় সকলেই এই ব্যর্থ অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে টাকা ফেরত চেয়েছেন। এমতাবস্থায়, এই অভিযানে টাকা ফেরতের দাবিও উপস্থাপিত করা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মেসির কলকাতা সফরে যুবভারতীতে যে অব্যবস্থা ঘটেছে তা অনুধাবন করে ক্ষমা চেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, যুবভারতীতে কিছু রাজনৈতিক নেতা এবং মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা যেভাবে মেসিকে ঘিরে ছিলেন এবং তাঁর নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয়েছিল সেই বিষয়টি প্রত্যক্ষ করে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল সমালোচনা।
আরও পড়ুন: বয়স ৪৫, বিজেপির সর্বকনিষ্ঠ জাতীয় কার্যকরী সভাপতি হলেন নীতিন নবীন, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
এমনকি, রাজনৈতিক মঞ্চেও শুরু হয়েছে তরজা। মেসির মতো একজন গ্লোবাল আইকন সবসাকুল্যে যুবভারতীতে থাকতে পেরেছিলেন মাত্র ১৬ থেকে ১৮ মিনিট। তারপরেই তাঁকে তড়িঘড়ি মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। শনিবারের এই ঘটনার কারণ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের ব্যর্থতাকে দায়ী করেন।
আরও পড়ুন: নিজের বিলাসবহুল জেটেই ভারতে এসেছেন মেসি! রয়েছে আলট্রা-লাক্সারি ফিচার্স, দাম কত জানেন?
পাশাপাশি, দর্শকদের ক্ষোভের যে সঙ্গত কারণ রয়েছে সেই প্রসঙ্গও উপস্থাপিত করে সুকান্ত জানান, ‘মেসির সঙ্গে ছবি তুলতে পারল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোক। অথচ যে সাধারণ মানুষরা টাকা দিয়ে টিকিট কেটে স্টেডিয়ামে এসেছিলেন, তাঁরা দেখতে পেলেন না।” এমতাবস্থায়, এবার সেক্রেটারিয়েট বিল্ডিং অভিযানের প্রস্তুতি নিচ্ছেন তিনি।












