কেন ধোনিকে করা হল ভারতীয় দলের মেন্টর, আসল কারণ জানালো বিসিসিআই

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সাথে সাথেই মহেন্দ্র সিংহ ধোনিকে দলের মেন্টর করে বড় চমক দিয়েছে বিসিসিআই। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন এই সিদ্ধান্ত বিসিসিআইয়ের মাস্টার স্ট্রোক হিসেবে পরিণত হতে পারে আগামী দিনে। কিন্তু কেন হঠাৎ মহেন্দ্র সিংহ ধোনিকে ভারতীয় দলের মেন্টার হিসেবে ডাকা হল, এবার এই প্রসঙ্গে নীরবতা ভাঙলো বিসিসিআই।

বিসিসিআইয়ের কোষাধক্ষ্য অরুণ ধুমাল জানিয়েছেন, “ধোনি একজন দুর্দান্ত অধিনায়ক। ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ টি -টোয়েন্টি বিশ্বকাপ, ২০১০ এবং ২০১৬ এশিয়া কাপ, ২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ধোনির রেকর্ড অসাধারণ। আইসিসি টি -টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের মেন্টর হিসেবে ধোনিকে পাওয়া সত্যিই দারুণ।” অন্যদিকে বিরাট কোহলির রেকর্ডের দিকে তাকালে বারবারই দেখা যায় বড় টুর্নামেন্টের শেষ পর্বে এসে ছন্দ হারিয়েছে তার নেতৃত্বাধীন দল। তা সে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিই হোক, কিম্বা ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ। এমনকি চলতি বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেও জিততে পারেনি ভারত।

আর সেই কারণেই কোহলির পাশে অভিজ্ঞ ধোনিকে বসালো বিসিসিআই। ধোনির টিম সিলেকশন সর্বদাই ছিল অসাধারণ। শুধু তাই নয় দল নির্বাচনে ধারাবাহিকতা বজায় রাখতেও ভালবাসতেন তিনি। যার ফলে টিমের খেলোয়াড়রা কখনও নিরাপত্তার অভাব বোধ করেননি। কোহলির ক্ষেত্রে এ ধরনের অভিযোগ উঠেছে আর সেই কারণেই কার্যত দলে একটি বড় মাথার মতো ধোনিকে পাঠিয়েছে বিসিসিআই। অনেক ক্রিকেট বিশ্লেষকদের মতে এর ফলে মাঠে ক্যাপ্টেন কোহলি থাকবেন ঠিকই, তবে মাঠের বাইরে নেপথ্য ক্যাপ্টেন হবেন ধোনিই।

IMG 20210916 112501

বিশেষত মহেন্দ্র সিংহ ধোনি জানতেন বড় টুর্নামেন্ট কিভাবে জিততে হয় আর তার সেই অভিজ্ঞতায় বড় লাভ পাবে তরুণ খেলোয়াড়রাও। কারণ ১৪ বছর আগে একদল তরুণ খেলোয়াড়কে নিয়েই ট্রফি জিতে দেখিয়ে দিয়েছিলেন ধোনি। তাই বিসিসিআই চাইছে এবার আরব আমিরশাহীতে ভারত যেন কোনও ভুল না করে। ভারত এই টুর্নামেন্টে যে অন্যতম ফেভারিট এ নিয়ে কোন সন্দেহ নেই। আর তাই তারা যদি শেষ পর্যায়ে অব্দি পৌঁছায় ধোনির ক্রিকেটীয় মস্তিষ্ক অবশ্যই কাজে লাগবে কোহলির।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর