নারদ কর্তাকে কেন ধরছে না সিবিআই, প্রশ্ন নারদ কাণ্ডে জড়িত তৃণমূল সাংসদের

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার সকাল থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। নারদ মামলায় রাজ্যের শীর্ষ স্থানীয় বর্তমান এবং প্রাক্তন চারজন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্য়ায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতেই তোলপাড় শুরু হয় গোটা রাজ্য জুড়েই।

দিকে দিকে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। নিজাম প্যালেস, এমনকি রাজভবনের সামনে গিয়েও বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। এরই মধ্যে মন্ত্রীদের গ্রেফতারের খবর পেয়ে সকাল সকালই নিজাম প্যালেসে হাজির হন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, ‘আমাকেও গ্রেফতার করো। শেষ না দেখা পর্যন্ত আমি সিবিআই দফতর ছাড়ব না’। কিন্তু অবশেষে টানা ছয় ঘণ্টা সেখানে বসে থাকার পর বেরিয়ে আসেন তিনি।

narada 630x420 1

একদিকে যখন এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে আলোড়ন তৈরি হয়েছে, তখন সেই আগুনে আরও একটু ঘি ঢাললেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Podder)। তাঁর দাবী, এই ঘটনায় নারদ স্টিং অপারেশকারী সাংবাদিক ম্যাথ্যু স্যামু স্যামুয়েলকেও গ্রেফতার করতে হবে।

তাঁর অভিযোগ, ‘কেন্দ্রের কথা মতই চলে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-ইডি আমাকে যতবার ডেকেছে, আমি গিয়েছি। প্রয়োজনে আবারও যাব। যারা শিবির বদল করেছে, তাঁরা এখন নির্দোষ হয়ে গেল? আর বাকিরা খারাপ? এভাবে তৃণমূলকে ভয় দেখানো হচ্ছে। আমরা সবকিছু ফেস করব’।

তিনি আরও দাবি তোলেন, ‘বাংলায় হেরে যাওয়াটা মানতে না পেরেই এসমস্ত করছে বিজেপি। সেই কারণেই এই মহামারির সময়ে রাজনৈতিক উদ্যেশ্য নিয়ে কাটাছেঁড়া করছে। তাহলে ম্যাথু স্যামুয়েলকে ধরা হচ্ছে না কেন? অত টাকা কোথা থেকে পেয়েছেন উনি, সেটা জিজ্ঞাসা করা হচ্ছে না কেন?’


Smita Hari

সম্পর্কিত খবর