প্রায়ই দেখা যায় নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলর যখন সেঞ্চুরি করেন তারপর তিনি সেলিব্রেশন করেন জিভ বার করে। কিন্তু কেন তিনি বারে বারে জিভ বার করেন? এই রহস্য আজ পর্যন্ত জানা যায়নি। এবার সেটা নিয়ে প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং প্রশ্ন করলেন রস টেলরকে। তার প্রশ্ন কেন সেঞ্চুরি করার পর জিভ বের করেন টেলর?
প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের জয়ের অন্যতম কারিগর ছিলেন রস টেলর, তিনি এই দিন 109 রানের একটি সুন্দর ইনিংস খেলেন যার ফলে ভারতের পাহাড় সমান রান সহজেই টপকে যায় নিউজিল্যান্ড দল। হ্যামিল্টনে প্রথম ওয়ানডে ম্যাচের নায়ক হয়ে উঠেছিলেন রস টেলর।
তারপরই ভারতীয় অফ স্পিনার হরভজন সিং প্রশংসা করেন রস টেলরের। প্রশংসা করে হরভজন বলেন দারুন ক্রিকেট, একটা দারুণ ক্রিকেট দেখলাম টেলরের কাছ থেকে। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তুমি সেঞ্চুরী করার পর সব সময় জিভ বের করো কেন? হরভজন সিং এর প্রশ্নের অবশ্য জবাব দেন নি রস টেলর।
কিন্তু ক্রিকেট ডট কম ডট এইউ এর একটি সাইট থেকে 2015 সালে জানা যায় এই রহস্যের কারন। রস টেলরের এক সাক্ষাৎকারে থেকে জানা যায় রস টেলর কেন সেঞ্চুরি করার পর নিজের জিভ বের করে সেলিব্রেশন করেন। সেই সাক্ষাৎকারে টেলর জানিয়ে ছিলেন এমন অনেকবার হয়েছে যে আমি সেঞ্চুরি করেছি কিন্তু তার সত্বেও দলে জায়গা হয়নি আমার, দল থেকে বাদ পড়তে হয়েছে। আর প্রত্যেকবার দল থেকে বাদ পড়ার পর আমি জিভ বের করতাম, আর আমার জিভ বের করা দেখে খুবই আনন্দ পেত আমার মেয়ে আর সেই কারনেই প্রত্যেকবার সেঞ্চুরি করার পর আমি জিভ বের করে সেলিব্রেশন করি আমার মেয়ের জন্য।