বাংলাহান্ট ডেস্কঃ কেরালায় তৃতীয় দফা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) এই তৃতীয় দফা নির্বাচনের প্রচার শেষ হওয়ার আগেই ঘোষণা করেছিলেন, রাজ্যবাসীকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কেরালার মুখ্যমন্ত্রীর এই ঘোষণার কারণ জানতে চেয়ে তাঁর কাছে চিঠি পাঠায় রাজ্য নির্বাচন কমিশন।
বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা কেরালার সরকারের
তৃতীয় দফা নির্বাচনী প্রচারের শেষলগ্নে গত শনিবার তিরুঅনন্তপুরমে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ঘোষণা করেছিলেন, ‘করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে কমলেও, বর্তমানে নির্বাচনের জেরে সংক্রমিত মানুষের সংখ্যা বৃদ্ধি পায় কিনা সেটাও দেখা হচ্ছে। তবে করোনা ভ্যাকসিন যখনই আসবে, তখনই কেরালার সরকার তা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করবে’।
তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাসের টিকাকরন নিয়ে মানুষের মনে নানা সংশয় রয়েছে, নানা ভাবনা রয়েছে। কেরলের প্রত্যন্ত অঞ্চলে ভ্যাকসিন পৌঁছে দেওয়া খুবই কষ্টসাধ্য বিষয়। সব কিছু নিয়েই আমাদের ভাবতে হবে। তবে ভ্যাকসিন প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ভ্যাকসিন এলেই, তা অর্থ না নিয়ে বিনামূল্যেই বাজ্যবাসীর মধ্যে পৌঁছে দেওয়া হবে’।
Kerala: State Election Commission seeks an explanation from CM Pinarayi Vijayan regarding Model Code of Conduct violation after he announced that #COVID19 vaccine will be provided free of cost in the state.
The announcement was made prior to the 3rd phase of the local body polls pic.twitter.com/SLwCpDSGPF
— ANI (@ANI) December 14, 2020
নির্বাচনের মধ্যে কেন ফ্রি ভ্যাকসিন ঘোষণা?
কেরালায় নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে গত ৮ ই ডিসেম্বর থেকে। প্রথম দফায় ৮ ই ডিসেম্বর এবং দ্বিতীয় দফা ১০ ই ডিসেম্বর নির্বিঘ্নে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। তৃতীয় দফা নির্বাচন সম্পন্ন হয় ১৪ ই ডিসেম্বর এবং ফলাফল প্রকাশ হবে ১৬ ই ডিসেম্বর। কিন্তু তৃতীয় দফা নির্বাচনের পূর্বে শনিবার প্রচার কার্যের শেষলগ্নে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেন। কিন্তু তাঁর এই ঘোষণার পর কেরালা নির্বাচন কমিশনের তরফ থেকে এক চিঠি পাঠানো হয় মুখ্যমন্ত্রীর কাছে। প্রক্রিয়া চলাকালীন রাজ্য নির্বাচন কমিশন মডেল আচরণবিধি লঙ্ঘন করে কেন তিনি এই ধরণের ঘোষণা করলেন, তাঁর জবাব চাওয়া হয়।