আন্দ্রে রাসেলকে KKR থেকে বাদ দেওয়ার নেপথ্যে রয়েছেন কে? চাঞ্চল্যকর দাবি করলেন মহম্মদ কাইফ

Published on:

Published on:

Why was Andre Russell dropped from Kolkata Knight Riders?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের IPL-এর মিনি নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাদের দল থেকে ১০ জন খেলোয়াড়কে রিলিজ করেছে। তবে, ওই তালিকার সবচেয়ে অবাক করা নাম ছিল আন্দ্রে রাসেলের। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার ২০১৪ সালে KKR-এ যোগ দিয়েছিলেন। তারপর থেকে তিনি ধারাবাহিকভাবে কলকাতার হয়ে খেলেছেন। ২০২৫ সালের IPL-এর মেগা নিলামের আগে KKR রাসেলকে ১২ কোটি টাকায় ধরে রেখেছিল। এমতাবস্থায়, কলকাতার রাসেলকে ছেড়ে দেওয়ার বিষয়টি অবাক করেছে ক্রিকেট অনুরাগীদেরও। এদিকে, KKR থেকে রাসেলের বিদায়ের প্রসঙ্গে এক চাঞ্চল্যকর দাবি করেছেন ভারতের প্রাক্তন ব্যাটার মোহাম্মদ কাইফ। মূলত, কাইফ একজনের নাম সামনে এনেছেন। যাঁর কারণে ৩৭ বছর বয়সী রাসেল KKR থেকে বাদ পড়েছেন বলে দাবি করেছেন তিনি।

আন্দ্রে রাসেলকে রিলিজ করেছে কলকাতা (Kolkata Knight Riders):

কাইফ জানান, রাসেলের রিলিজের ক্ষেত্রে সরাসরি কারণ হলেন KKR-এর হেড কোচ অভিষেক নায়ার। যিনি তাঁর প্রিয় খেলোয়াড়দের নিয়ে একটি নতুন দল তৈরি করতে আগ্রহী। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই KKR-এর হেড কোচ অভিষেক নায়ার চন্দ্রকান্ত পণ্ডিতের স্থলাভিষিক্ত হয়েছেন। নায়ার ২০১৮ সাল থেকে KKR-এর সঙ্গে আছেন এবং টিম ম্যানেজমেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই কাজ করেছেন। দল নির্বাচনের ক্ষেত্রে ড্রেসিংরুমে তাঁর অনেক প্রভাব রয়েছে। নায়ার প্রায় ৯ মাস ধরে ভারতীয় দলের গৌতম গম্ভীরের কোচিং দলের অংশ ছিলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর তাঁকে বরখাস্ত করা হয়।

Why was Andre Russell dropped from Kolkata Knight Riders?

এদিকে, কাইফ তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, “রাসেলকে ১২ কোটি টাকা দিয়ে কিনে ফেলে তাঁকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। তাঁর মতো খেলোয়াড়ের জন্য এটা খুব বেশি টাকা নয়। রাসেলের মতো খেলোয়াড় প্রজন্মের মধ্যে একবারই আসে।” কাইফ আরও বলেন “হ্যাঁ, রাসেল ফর্মে ছিলেন না। কিন্তু পরে তিনি রান করেছেন । কোচ পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা কিছু পরিবর্তন করে।” কাইফের মতে, “আমার মনে হয় এটি একটি বড় সিদ্ধান্ত ছিল। আপনার বলতে পারেন রাসেল তাঁর সেরা সময়ে ছিলেন না। কিন্তু আমার মনে হয় এটা একটা ফরম্যাট। বিশেষ করে IPL-এ। যেখানে অভিজ্ঞ খেলোয়াড়রা ভালো পারফর্ম করে এবং এর অনেক উদাহরণ রয়েছে। আমার মনে হয় অভিষেক নায়ারই রাসেলকে ছেড়ে দেওয়ার স্পষ্ট কারণ। তিনি এখন নিজের দল তৈরি করতে চান। কিন্তু এটি ছিল একটি অবাক করা সিদ্ধান্ত।”

আরও পড়ুন: কোটি কোটি গ্রাহক হবেন লাভবান! এবার বড় পদক্ষেপ গ্রহণ করল SBI, জানুন এখনই

রাসেলের রিলিজের পর জল্পনা চলছে যে’ KKR নিলামে তাঁর বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের দিকে তাকাতে পারে। তবে, কাইফ বিশ্বাস করেন যে, গ্রিন কখনোই রাসেলের জায়গা পূরণ করতে পারবেন না। কাইফ বলেন, “রাসেলের যে ক্ষমতা এবং দক্ষতা আছে তা ক্যামেরন গ্রিনের মতো ৪ জন খেলোয়াড়ও ঢাকতে পারবে না। তিনি যেভাবে খেলেন, তাতে তিনি ইচ্ছামতো ১০০ মিটার ছক্কা মারতে পারেন। যখন ম্যাচ হেরে যাচ্ছে বলে মনে হয়, তখন তিনি প্রায়শই ম্যাচ জিতিয়েছেন। এই দক্ষতাই তাঁকে এই সম্মান এনে দিয়েছে। ৭ নম্বরে রাসেলের মতো খেলোয়াড় খুব কমই আছে। যদি আপনি গ্রিনকে ৭ নম্বরে খেলান, তাহলে তিনি রাসেলের অর্ধেক রানও করতে পারবেন না। কারণ, তিনি অর্ডারের ওপরে ব্যাট করে। আমার মনে হয় তাদের রাসেলকে আবার কিনে নেওয়া উচিত।”জানিয়ে রাখি যে, মিনি নিলামটি আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে সম্পন্ন হবে।

আরও পড়ুন: পরীক্ষায় পেয়েছেন ফুল মার্কস! তবুও ডাক মেলেনি ইন্টারভিউতে, নতুন চাকরিপ্রার্থীরা ঘেরাও করলেন বিকাশ ভবন

IPL ২০২৬-এর নিলামের আগে KKR-এর রিলিজ করা খেলোয়াড়: আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, মঈন আলী,কুইন্টন ডি কক, রাহমানুল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন, অ্যানরিখ নর্টজে, চেতন সাকারিয়া, লভনীথ সিসোদিয়া এবং মায়াঙ্ক মার্কন্ডে (মুম্বাই ইন্ডিয়ান্সে ট্রেড)