‘অপারেশন সিঁদুর’এ অংশ নেওয়া সৈনিকের স্ত্রী এবার ‘দিদি নাম্বার ওয়ান’! প্রকাশ করলেন অজানা অভিজ্ঞতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিশোধে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) পরিচালনা করে ভারত। পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। ওই অপারেশনের নাম এখনো ঘুরছে সকলের মুখে মুখে। শোনা গিয়েছে, এ বিষয়ে ছবি বানানোর জন্যও নাকি ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নাম নিয়ে কপিরাইট নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। এর মাঝেই বড় চমক দিল দিদি নাম্বার ওয়ান। অপারেশন সিঁদুরে অংশ নেওয়া সেনার স্ত্রী এলেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে।

অপারেশন সিঁদুরে (Operation Sindoor) অংশ গ্রহণকারী সৈনিকের স্ত্রী দিদির মঞ্চে

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে এই বিশেষ পর্বের একটি ঝলক। এই পর্বের লাইমলাইট কেড়ে নিয়েছেন সুপর্ণা শাহ। তাঁর স্বামী অংশ নিয়েছিলেন অপারেশন সিঁদুরে (Operation Sindoor)। এই পর্বে একজন সেনার স্ত্রী হিসেবে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরতে দেখা যাবে তাঁকে।

Wife of Indian army participated in operation sindoor coming to didi number one

কী জানালেন সুপর্ণা: প্রথম ঝলকেও নানান অভিজ্ঞতার কথা বলতে শোনা গিয়েছে সুপর্ণাকে। তিনি জানান, রাতে ঘুম আসে না তাঁর। কারণ গোটা দেশ যখন ঘুমাচ্ছে, তখন তাদের সুরক্ষা দিতে সীমান্তে বিনিদ্র রজনী কাটাচ্ছে দেশের সশস্ত্র সেনারা (Operation Sindoor)। সুপর্ণা জানিয়েছেন, তাঁদের মেয়ের বয়স মাত্র ৪ বছর। বাবাকে এখনো পর্যন্ত কাছেই পায়নি সে। তবে স্বামীকে নিয়ে গর্বিত সুপর্ণা।

আরো পড়ুন : কলকাতায় ফিরেই রাস্তার নামকরণের প্রতিশ্রুতি, জাপানে রাধাবিনোদ পালের প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন অভিষেক

বড় চমক আসতে চলেছে পর্বে: দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বছরের পর বছর ধরে বাংলার মহিলারা নিজেদের মনের কথা, জীবন সংগ্রামের কাহিনি বলতে আসেন। অনেকের জীবন সংগ্রাম রীতিমতো অনুপ্রেরণাদায়ক। তবে এবারের পর্বটি নিঃসন্দেহে বড় চমক হতে চলেছে।

আরো পড়ুন : আর ছেড়ে কথা নয়, বিশ্ব মঞ্চে পাকিস্তানের ‘মুখোশ’ খুলতে ৫৯ সাংসদের ‘কূটনৈতিক অভিযান’, কোন কোন দেশ গন্তব্য?

দীর্ঘদিন ধরে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা করে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর মঞ্চে এসে নিজেদের মনের কথা ভাগ করে নিতে দেখা যায় মহিলাদের। বিশেষ পর্বের ঝলকটি সামনে আসার পর থেকে অপেক্ষায় রয়েছেন দর্শকরা। আগামী ২৭ শে মে সম্প্রচারিত হবে পর্বটি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X