স্বামীকে পিঠে নিয়ে ১০০ মিটার দৌড়াল স্ত্রীরা! অদ্ভূত খেলার ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বিয়ের আগে হোক বা পরে, বউকে কোলে তোলার অনেক ভাইরাল ভিডিও (viral video) ক্যামেরা বন্দী হতে দেখা যায়। কিন্তু কখনও ভেবে দেখেছেন, এর ঠিক উল্টোটা হলে কেমন হয়! কল্পনা করতে হবে না, বাস্তবেই এমন এক দৃশ্যের সাক্ষী হলেন নেটনাগরিকরা।

দেবঘট গ্রাম পঞ্চায়েতের স্থানীয় স্কুলের মাঠে আন্তর্জাতিক নারী দিবসের দিনে এমনই এক বিরল দৃশ্য দেখা গেল। সেখানে কিছুটা সিনেমার পর্দার মতই ঘটল এক অদ্ভূত ঘটনা। বউকে নিয়ে নয়, স্বামীকে পিঠে নিয়ে ১০০ মিটার দৌড়াবে স্ত্রী! শুনতে অবাক লাগলেও, এমনই প্রতিযোগিতার আয়োজন করল কর্তৃপক্ষ।

দেখে নিন সেই মজাদার ভাইরাল ভিডিও-

কাটমুন্ডু থেকে ১৫০ কিমি দূরে অবস্থিত দেবঘট গ্রাম পঞ্চায়েতের স্থানীয় স্কুলের মাঠে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আজকের দিনে ছেলে মেয়ে সমান সমান। নারীরাও পুরুষদের মত সমস্ত কাজেই পারদর্শী এবং তাদের শক্তিও যে পুরুষদের থেকে কোন অংশে কম নয়, তা প্রমাণ করার জন্যই এই অভিনব খেলার আয়োজন করা হয়।

স্বামীকে কাঁধে নিয়ে দৌড়ে যেতে হবে ১০০ মিটার। এমনই খেলার আয়োজন করা হয়েছিল। টুলে বা বেঞ্চে উঠে স্ত্রীর কাঁধে চেপে বসতে হবে স্বামীকে। তারপর হুইসেল বাজতেই স্বামীকে পিঠে নিয়েই দৌড় লাগায় স্ত্রীরা। খেলার নিয়ম অনুযায়ী যে আগে পৌঁছবেন, তিনিই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করবেন। এই অদ্ভূত খেলার ভিডিও স্যোশাল মিডিয়ায় শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।

X