ATM থেকে উধাও হবে ৫০০ টাকার নোট? উদ্বেগের আবহে কী জানাল কেন্দ্র?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: দেশজুড়ে (India) ফের ৫০০ টাকার নোট ঘিরে উদ্বেগ ছড়াল। সোশাল মিডিয়ায় দাবি করা হতে থাকে, চলতি বছরের মার্চ মাস থেকে আর এটিএমে মিলবে না ৫০০ টাকার নোট এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি এই নোট ছাপানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড, ইউটিউব ভিডিও ও একাধিক সোশাল মিডিয়া পোস্টে এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হয়।

ভারতে (India) ফের বন্ধ হতে চলেছে ৫০০ টাকার নোট?

এই পরিস্থিতিতে দ্রুত মুখ খুলেছে কেন্দ্র সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) স্পষ্ট ভাষায় এই দাবি খারিজ করেছে। শুক্রবার এক বিবৃতিতে পিআইবি জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ৫০০ টাকার নোট বন্ধ বা ছাপানো বন্ধ করার বিষয়ে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। এক্স হ্যান্ডেলে পিআইবি জানায়, “সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে ২০২৬ সালের মার্চের মধ্যে আরবিআই ৫০০ টাকার নোট ছাপা বন্ধ করবে। এই দাবি সম্পূর্ণ ভুয়ো। আরবিআই এমন কোনও ঘোষণা করেনি।”

আরও পড়ুন: নেটওয়ার্ক ছাড়াই কল-SMS! দেশজুড়ে বিশেষ পরিষেবা চালু করল BSNL, লাভবান হবেন গ্রাহকরা

সরকারি সংবাদ সংস্থা আরও জানিয়েছে, বর্তমানে ৫০০ টাকার নোট সম্পূর্ণ বৈধ এবং নির্বিঘ্নে লেনদেনে ব্যবহার করা যাচ্ছে। এটিএম ও ব্যাঙ্কিং ব্যবস্থায় এই নোট চালু রয়েছে এবং তা প্রত্যাহারের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, কোনও তথ্য বিশ্বাস করার আগে বা শেয়ার করার আগে অবশ্যই সরকারি সূত্র থেকে তা যাচাই করা উচিত।

উল্লেখযোগ্য ভাবে, ৫০০ টাকার নোট নিয়ে এই ধরনের গুজব এই প্রথম নয়। ২০১৬ সালের নভেম্বর মাসে নোটবন্দির পর থেকেই একাধিকবার সোশাল মিডিয়ায় ৫০০ টাকার নোট বাতিল বা বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়েছে। প্রতিবারই পিআইবি এবং সরকারিভাবে সেই গুজব খণ্ডন করা হয়েছে। সম্প্রতি গত বছরের জুন মাসেও সোশাল মিডিয়া পোস্ট ও ইউটিউব ভিডিওতে দাবি করা হয়েছিল, ২০২৬ সালের মার্চ থেকে ৫০০ টাকার নোট বাতিল হবে।

Will 500 rupee notes disappear from ATMs in India?

আরও পড়ুন: সোনার দাম বাড়তেই ঋণেও সোনালি ঝলক! ১২৫ শতাংশ বৃদ্ধি গোল্ড লোনে

এর আগেও সংসদে এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রেখেছিলেন কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। গত আগস্ট মাসে তিনি জানান, ৫০০ টাকার নোটের সরবরাহ বন্ধ করার কোনও পরিকল্পনা সরকারের নেই। তিনি আরও বলেন, এটিএমে ১০০ ও ২০০ টাকার নোটের পাশাপাশি ৫০০ টাকার নোটও আগের মতোই চালু থাকবে। সরকারের তরফে আবারও সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলা হয়েছে, গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি ঘোষণার উপরই ভরসা রাখাই শ্রেয়।