সরকারি কর্মীদের জন্য বড় খবর! নতুন বছরেই বাড়বে মূল বেতন? DA নিয়ে নয়া আপডেট!

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের আবহেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে সরকার। ৩% বৃদ্ধির পর বর্তমানে ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তাঁরা। জুলাই মাস থেকে এই নতুন হার কার্যকর করা হয়েছে। এই আবহে এবার সামনে আসছে বড় খবর।

  • মূল বেতনের সঙ্গে জুড়বে ৫৩% ডিএ (Dearness Allowance)?

এক বছরে সাধারণত দু’বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) মহার্ঘ ভাতা বাড়ানো হয়। বছরের শুরুতে একবার বাড়ানোর পর এতদিন ৫০% হারে ডিএ পাচ্ছিলেন তাঁরা। এবার ৩% বাড়ানোর ফলে ৫৩% হারে পাচ্ছেন। এরপর থেকেই শুরু হয়েছে নয়া চর্চা। সরকারের তরফ থেকেই ডিএ বৃদ্ধির ঘোষণা করার পর থেকেই জল্পনা করা হচ্ছে, এবার মূল বেতনের সঙ্গে ৫৩% ডিএ জুড়ে দেওয়া হতে পারে।

২০০৪ সালে মহার্ঘ ভাতার অঙ্ক ৫০% ছুঁতেই মূল বেতনের সঙ্গে ডিএ (DA) জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেকথা স্মরণ করে অনেকেই অনুমান করছেন, এবারও হয়তো সেই পথে হাঁটতে পারে সরকার। যদিও ষষ্ট বেতন কমিশনে স্পষ্ট বলা আছে, মূল বেতনের ৫০ শতাংশের গণ্ডি টপকে গেলেও বেসিক স্যালারির সঙ্গে ডিএ যুক্ত করা হবে না।

আরও পড়ুনঃ অস্ত্রোপচারের লাইভ সম্প্রচার! জনস্বার্থ মামলা হতেই সুপ্রিম কোর্ট বলল…

বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেক্ষেত্রে তাঁদের মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যুক্ত নাও করা হতে পারে বলে মনে করছেন অনেকে। শেষ অবধি সরকারের (Central Government) তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত সেদিকেই নজর সবার।

Dearness Allowance DA

এদিকে আবার অনুমান করা হচ্ছে, আগামী বছর মার্চ মাসে ফের একবার মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানোর কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। হোলির আগে এই সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেক্ষেত্রে আগামী বছরের জানুয়ারি মাস থেকে নয়া হার কার্যকর করা হতে পারে। এবার কেন্দ্র কত শতাংশ ডিএ বাড়ায় সেটাই দেখার।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর