বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে বিশ্বসেরা হয়েছে ভারত (India National Cricket Team)। যার মাধ্যমে কোটি কোটি ভারতবাসীর হয়েছে স্বপ্নপূরণ। এদিকে, রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোচিংয়ে এটাই ছিল টিম ইন্ডিয়ার শেষ ম্যাচ। এমতাবস্থায়, এবার নতুন কোচ যুক্ত হতে চলেছেন ভারতীয় দলের সাথে।
জানা গিয়েছে যে, যেকোনও সময় প্রধান কোচের জন্য ভারতের কিংবদন্তি ব্যাটার গৌতম গম্ভীরের নাম ঘোষণা করতে পারে BCCI। এদিকে, বিশ্বকাপ ফাইনালের পর এই প্রসঙ্গে BCCI সভাপতি রজার বিনির বড় প্রতিক্রিয়া সামনে এসেছে।
#WATCH | On the retirement of Rohit Sharma and Virat Kohli from T20 International Cricket, BCCI President Roger Binny says, ” They have been outstanding…it is going to be very difficult to replace them immediately…it is going to be a great loss at the moment. Hopefully, we… pic.twitter.com/WphU2pOxL5
— ANI (@ANI) June 29, 2024
নতুন কোচ হচ্ছেন গৌতম গম্ভীর: ভারতীয় দলের ঐতিহাসিক জয়ের পর BCCI সভাপতি জানিয়েছেন, গৌতম গম্ভীরের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তিনি টিম ইন্ডিয়ার প্রধান কোচ হলে ভারতীয় ক্রিকেটের জন্য ভালো হবে। ভারতের এমন একজন কোচ দরকার যিনি অত্যন্ত অভিজ্ঞ এবং যিনি তিন ফরম্যাটেই ক্রিকেট খেলেছেন। এদিকে, BCCI-এর তরফে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করা হয়নি। তবে, জানা গিয়েছে যে BCCI ইতিমধ্যেই গম্ভীরের ইন্টারভিউ নিয়েছে এবং গম্ভীরের দেওয়া সমস্ত শর্ত মেনেও নিয়েছে।
আরও পড়ুন: এইভাবে কেউ দেখেননি রোহিতকে! বিশ্বকাপ জেতার পর এটা কি করলেন হিটম্যান? সবাই হলেন অবাক
T20 থেকে অবসর নিয়েছেন রোহিত-বিরাট: এদিকে, বিশ্বকাপ জয়ের পর, ম্যাচ সেরার পুরস্কার জিতে বিরাট কোহলি T20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। শুধু তাই নয়, T20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাও।
আরও পড়ুন: “গত ৬ মাসে আমার সাথে অন্যায় হয়েছে”, বিশ্বকাপ জিতে আবেগে ভাসলেন হার্দিক, জানালেন মনের কথা
এই প্রসঙ্গে রজার বিনি বলেন, “শীর্ষস্থানীয় খেলোয়াড়দের জায়গায় তরুণ খেলোয়াড়দের জায়গা দেওয়া খুবই কঠিন হবে। তবে, আমরা আশা করি যে দলটি এমন তরুণ ক্রিকেটার পাবে, যারা রোহিত এবং বিরাটের মতো কাজ করতে পারবে।”