২,০০০ টাকার বেশি UPI লেনদেনের ক্ষেত্রে আরোপ করা হবে GST? কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী?

Published on:

Published on:

Will GST be levied on UPI payments above Rs. 2,000?

বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে UPI ব্যবহারকারীর সংখ্যা। মূলত, UPI-র মাধ্যমে খুব সহজেই আর্থিক লেনদেন (UPI Payments) সম্পন্ন হয়। আর সেই কারণেই এই পদ্ধতি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। যদিও, সম্প্রতি UPI সম্পর্কিত একটি জল্পনা সামনে এসেছিল। যেখানে দাবি করা হয়েছিল কেন্দ্রীয় সরকার ২০০০ টাকার ওপরে UPI লেনদেনের ক্ষেত্রে GST আরোপ করতে চলেছে। যার ফলে চিন্তায় পড়েছিলেন UPI ব্যবহারকারীরা।

UPI লেনদেনে (UPI Payments) GST আরোপের প্রশ্নে কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী:

এমতাবস্থায়, সংসদে এই জল্পনার প্রসঙ্গে উত্তর দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। চলতি বাদল অধিবেশনে, রাজ্যসভায় জিজ্ঞাসা করা এক প্রশ্নের জবাবে, তিনি জানান যে, ২,০০০ টাকার UPI লেনদেনের (UPI Payments) ওপর GST আরোপের কোনও ইচ্ছে সরকারের নেই।

Will GST be levied on UPI payments above Rs. 2,000?

কী জানিয়েছেন মন্ত্রী: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ২২ জুলাই, আপার হাউসে জিজ্ঞাসা করা হয়েছিল যে অর্থ মন্ত্রক কী UPI অথবা ২,০০০ টাকার ওপরে UPI লেনদেনের (UPI Payments) ওপর GST আরোপের কথা বিবেচনা করছে? এই প্রশ্নেরই উত্তর দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। ইকোনমিক্স টাইমসের রিপোর্ট অনুসারে, কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন,”২,০০০ টাকার ওপরে UPI লেনদেনের ক্ষেত্রে GST আরোপের জন্য GST কাউন্সিলের কাছ থেকে কোনও পরামর্শ পাওয়া যায়নি।” কেন্দ্রীয় মন্ত্রী বলেন আরও বলেন যে, GST হার এবং ছাড় সম্পূর্ণরূপে GST কাউন্সিলের পরামর্শের ওপর নির্ভর করে।

আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! অগাস্ট মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখুন তালিকা

UPI লেনদেন সম্পর্কে RBI গভর্নর কী জানিয়েছেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, কিছুদিন ধরে UPI লেনদেনের (UPI Payments) ওপর চার্জ আরোপের প্রসঙ্গে একাধিক আলোচনা হচ্ছে। গত সপ্তাহে, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময়ে RBI গভর্নর UPI লেনদেনের ওপর চার্জ আরোপের ক্ষেত্রে কথা বলেছিলেন।

আরও পড়ুন: রয়েছে শ্রবণশক্তির সমস্যা! ছোট দুই কন্যাকে সামলেই ৪০ বছর বয়সে হলেন IAS, অবাক করবে নিশার কাহিনি

তিনি বলেন, এই সিস্টেম চালাতে টাকা লাগে। এমন পরিস্থিতিতে কাউকে না কাউকে খরচ বহন করতেই হবে। জানিয়ে রাখি যে, সাম্প্রতিক অতীতে UPI লেনদেন (UPI Payments) দ্রুত বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায়, এই লেনদেনের ক্ষেত্রে চার্জ আরোপ করা হলে সেক্ষেত্রে প্রভাবিত হবেন লক্ষ লক্ষ ব্যবহারকারী।