বাংলাহান্ট ডেস্ক : আর দিন কয়েক পরেই বিশ্বকর্মা পুজো। তার আগের দিন বাঙালির দীর্ঘ রীতি অনুযায়ী বহু বাড়িতেই রান্না পুজো করা হয়ে থাকে। এই পুজোর অন্যতম অঙ্গ ইলিশ মাছ (Hilsa Fish)। রান্না পুজো উপলক্ষে তাই ইলিশের চাহিদা বাড়ে বাজারে। এদিকে এবারে ইলিশের মরশুমে তেমন যোগান নেই রূপোলি শষ্যের। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হওয়ায় ইলিশ (Hilsa Fish) আহরণে বারবার বাধাপ্রাপ্ত হয়েছেন মৎস্যজীবীরা।
ইলিশের (Hilsa Fish) যোগান ঘাটতি রয়েছে এখনও
গভীর সমুদ্রে ট্রলার নিয়ে যেতে না পারায় নদী বা খাঁড়িতে মাছ ধরতে গিয়েছেন মৎস্যজীবীরা। নদীর মোহনায় ইলিশ (Hilsa Fish) ধরা পড়লেও তা সংখ্যায় অনেক কম। বাজারে যোগান কম থাকায় দামও বাড়ছে ইলিশের। মৎস্যজীবীরা তো ক্ষতির মুখে পড়ছেনই, সেই সঙ্গে ক্রেতাদের কপালেও পড়ছে চিন্তার ভাঁজ।
কী হবে রান্না পুজোয়: এবছর ইলিশের মরশুমে চড়া দামের কারণে অনেক বাড়িতেই এখনও ইলিশ (Hilsa Fish) ওঠেনি। ভরা বর্ষাতেও বাঙালির পাতে ইলিশ নেই। কিন্তু সামনেই রান্না পুজো। এদিনও কি তবে ইলিশ (Hilsa Fish) ছাড়াই থাকতে হবে? দামের দিকে তাকিয়ে চিন্তায় পড়েছেন অনেকেই। এ বিষয়ে কী বলছেন মৎস্যজীবীরা?
আরও পড়ুন : চাহিদা তুঙ্গে টিকিটের, উৎসবের মরশুমে বড় পরিবর্তন বন্দে ভারতে! এল নতুন আপডেট
কী বলছেন মৎস্যজীবীরা: কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা। গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছেন তাঁরা। তবে আবহাওয়া যদি স্বাভাবিক হয় তবে ফের বেশি পরিমাণে ইলিশ (Hilsa Fish) জালে উঠতে পারে বলে মনে করছেন মৎস্যজীবীরা।
আরও পড়ুন : গঙ্গার বুকে ভাসতে ভাসতে সাক্ষী থাকুন তিলোত্তমার ইতিহাসের, ভিড় বাড়ছে জল-মেট্রোয়, কত ভাড়া ‘ঢেউ’এর?
মৎস্যজীবীরা জানান, ইলিশ জালে উঠলেই বাজারে কমবে দাম। রান্না পুজোর আগে যথেষ্ট পরিমাণে ইলিশ পাওয়া যাবে কিনা তা নির্ভর করছে আবহাওয়ার উপর। প্রাকৃতিক দুর্যোগ আর সমস্যা হয়ে না দাঁড়ালে ফের ইলিশের দাম কমবে বলে মনে করা হচ্ছে।