SCO সামিটে ভারতের আমন্ত্রণে সাড়া দেবেন কী ইমরান!

বাংলা হান্ট ডেস্কঃ  খুব শীঘ্রই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ২০২০ তে ৮ রাষ্ট্রের সমাবেশ হওয়ার কথা রয়েছে । আর এবছর ভারতেই আয়োজিত হতে চলেছে SCO । সেই সমাবেশ উপস্থিত থাকার জন্য ভারতের তরফে ইমরান খানের দেশ তথা পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে । কিন্তু পাকিস্তান এখন সেই আমন্ত্রণ রাখবে কিনা, তা নিয়েই উঠছে প্রশ্ন।

91454 untitled design 2

এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, SCO সামিটে সব রাষ্ট্রনেতা উপস্থিত থাকলেও ইমরান আসছেন না ভারতে । তবে বিষয়টি এখনও চুড়ান্ত হয়নি, ইসলামাবাদ এখনও এই নিয়ে ভাবছে, যে অন্য কোনও প্রতিনিধি পাকিস্তানের তরফে পাঠানো উচিত্ হবে কিনা ।

এখনও ইমরানের সঙ্গে এ বিষয় নিয়ে সরাসরি আলোচনা করা হয়নি যদিও । দাভোস থেকে ইমরান দেশে ফিরলেই SCO সামিটে যাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে সূত্রের খবর । তারপরই আনুষ্ঠানিকভাবে ভারতে আসা নিয়ে কী সিদ্ধান্ত তারা নিচ্ছে তা জানিয়ে দেওয়া হবে।

ভারত-পাকিস্তানের সম্পর্ক ১৯ তম SCO সামিটে ভারতে আসা নিয়ে একটা প্রশ্নের মুখে স্বভাবতই ঠেলে দিয়েছে পাকিস্তানকে। এদিকে সম্পর্ক খারাপ হওয়া সত্ত্বেও এ কথা একরম স্বীকার করে নিয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হলে তবেই পাকিস্তানের বাণিজ্যিক সুবিধা বাড়বে । অর্থাত্ এ কথা একেবারে ইমরানের বক্তব্যের স্পষ্ট হয়ে যাচ্ছে, ভারতের সাহায্য ছাড়া পাকিস্তান কোনও মতেই বাণিজ্যিক দিক থেকে লাভের মুখ দেখতে পাবে না ।

 

 

সম্পর্কিত খবর