বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বর্তমানে লন্ডন সফরে (London Trip) রয়েছেন। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) ঐতিহাসিক ভাষণ দিয়েছেন তিনি। সময় ধরে লন্ডনের হোটেল থেকে বেরিয়ে অক্সফোর্ডের কেলগ কলেজে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ভারতীয় সময় রাত ১০:৩০ নাগাদ শুরু হয় তাঁর বক্তৃতা।
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত? কী বললেন মমতা (Mamata Banerjee)
গতকাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার জন্য উন্মুখ ছিলেন বহু মানুষ। সেই অনুষ্ঠান চলাকালীন মাঝে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। তবে ঠাণ্ডা মাথায় সেই পরিস্থিত সামাল দেন মমতা। এরপর ফের শুরু হয় তাঁর বক্তৃতা। ভাষণ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকারে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
এই সাক্ষাৎকারে নিজের জীবনের নানান অধ্যায় সম্পর্কে কথা বলেন মমতা (Mamata Banerjee)। এই সময়ই তাঁকে জিজ্ঞেস করা হয়, ‘বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ভারতের নাম। ইতিমধ্যেই তারা ব্রিটেনকেও ছাপিয়ে গিয়েছে। শীঘ্রই পঞ্চম থেকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশেও পরিণত হবে ভারত। আমরা কি আশা করতে পারি, সম্ভবত আগামী ২০৬০ সালের মধ্যে ভারত বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে?’
আরও পড়ুনঃ মেলেনি কাঙ্খিত DA, এবার ছুটিতেও কোপ সরকারি কর্মীদের! বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর
জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই বিষয়ে এমন অনেক কিছুই আছে যা আমি এখানে বলতে পারব না। তবে এই সবচেয়ে বৃহত্তম অর্থনীতির বিষয়ে আমার কিছু আলাদা মতামত আছে। কোভিডের পর থেকেই গোটা পৃথিবীতে একটা অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। সেটা যতদিন না কাটছে, ততদিন অবধি এই বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি করা সম্ভব হচ্ছে না। তবে আমি আশা করি, আমার দেশ নিজের সর্বোচ্চ দেবে’।
উল্লেখ্য, গত শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার দুবাই হয়ে সেখানে পৌঁছন তিনি। এরপর থেকে একাধিক কর্মসূচি করেছেন। শীঘ্রই ফের বাংলায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। দলের একাংশের মতে, ‘বিনিয়োগ নিয়েই বাংলায় ফিরবেন তিনি’।