বাংলা হান্ট ডেস্ক: ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে (2028 Summer Olympics) ইতিমধ্যেই অন্তর্ভুক্তি ঘটেছে ক্রিকেটের। ১২৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর এবার অলিম্পিকে ক্রিকেটেও মিলবে গোল্ড মেডেল। যেটি বিশ্ব জুড়ে ক্রিকেট অনুরাগীদের কাছে নিঃসন্দেহে একটি বড় বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। পুরুষ এবং মহিলা বিভাগে T20 ফরম্যাটে ম্যাচগুলি সম্পন্ন হবে।
অলিম্পিকে (2028 Summer Olympics) মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?
ইতিমধ্যেই IOC (International Olympic Committee) এবং ICC (International Cricket Council) একসঙ্গে টুর্নামেন্টের শুরুর তারিখ এবং মেডেল ম্যাচের তারিখ চূড়ান্ত করেছে। তবে এই টুর্নামেন্টে (2028 Summer Olympics) কারা খেলতে পারবে তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, ইতিমধ্যে এমন একটি রিপোর্ট সামনে এসেছে যেটি ভারত এবং পাকিস্তানের ক্রিকেট অনুরাগীদের অবাক করেছে।
ফোর্বসের রিপোর্ট অনুসারে, মেন্স ক্যাটাগরিতে (2028 Summer Olympics) কেবলমাত্র একটি এশিয়ান দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। যার ফলে ভারত এবং পাকিস্তানের অলিম্পিক গেমসে মুখোমুখি হওয়া বা একসঙ্গে কোনও টুর্নামেন্ট খেলার সম্ভাবনা খুবই কম। পুরুষ এবং মহিলা প্রতিযোগিতায় মাত্র ৬ টি দল থাকবে। কিন্তু এই টুর্নামেন্টে কারা খেলবে এবং যোগ্যতা প্রক্রিয়া কী হবে তা এখনও ঠিক হয়নি। আয়োজক দেশ হিসেবে আমেরিকার অটোমেটিক কোয়ালিফিকেশন অর্জনের সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে মাত্র ৫ টি স্থান অবশিষ্ট থাকবে।
রিপোর্টে বলা হয়েছে যে, ICC একটি রিজিওনাল কোয়ালিফিকেশন মডেলের (2028 Summer Olympics) দিকে এগিয়ে যাচ্ছে। এর অর্থ হল, এশিয়া, ওশিয়ানিয়া, ইউরোপ এবং আফ্রিকা – প্রতিটি অঞ্চল থেকে শুধুমাত্র শীর্ষস্থানীয় T20 দল অটোমেটিক কোয়ালিফিকেশন অর্জন করবে, এবং চূড়ান্ত স্থান একটি যোগ্যতা অর্জনকারী টুর্নামেন্টের মাধ্যমে নির্ধারিত হবে।
আরও পড়ুন: আচমকাই বড় সিদ্ধান্ত! উপ-রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়, জানালেন কারণও
এর অর্থ হতে পারে যে, কেবলমাত্র একটি এশিয়ান দল (সম্ভবত ভারত) তাদের উন্নত র্যাঙ্কিংয়ের কারণে সরাসরি যোগ্যতা অর্জন করবে। যার ফলে পাকিস্তানকে বাছাইপর্বে বাকি স্থানের জন্য লড়াই করতে হবে। ICC বর্তমানে অলিম্পিকে (2028 Summer Olympics) যোগ্যতা অর্জনের প্রক্রিয়া কীভাবে পরিচালনা করা যায় তা বিবেচনা করছে। সিঙ্গাপুরে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে।