বাংলাহান্ট ডেস্ক : শিয়ালদহ থেকে দু দুটি এসি লোকাল (AC Local Train) চালু হয়ে গিয়েছে পুজোর আগেই। শিয়ালদহ ভায়া বনগাঁ রানাঘাট এবং শিয়ালদহ ভায়া রানাঘাট কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, দুই রুটেই ভালো সাড়া মিলেছে যাত্রীদের। এমনকি বনগাঁ রুটে বেশ কিছু স্টেশনও বাড়ানো হচ্ছে যেখানে এসি লোকালটি (AC Local Train) থামবে। আর এবার যাত্রীদের আরও বড় সুখবর আসতে চলেছে বলে গুঞ্জন। হাওড়া থেকেও এসি লোকাল চালু করার তোড়জোড় চলছে বলে শোনা যাচ্ছে গুঞ্জন।
হাওড়া ডিভিশনে এসি লোকাল (AC Local Train) চালুর জল্পনা
রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনে এসি লোকাল ট্রেন চালানোর জন্য ভাবনাচিন্তা করা হচ্ছে। জানা যাচ্ছে, দুটি এসি রেকের জন্য আবেদন করা হয়েছে রেল বোর্ডের কাছে। এমনকি জল্পনা শোনা যাচ্ছে, হাওড়া-ব্যান্ডেল রুটে চালু করা হতে পারে এই ডিভিশনের প্রথম এসি লোকাল (AC Local Train)।
কোন রুটে প্রথম চালু হবে: হাওড়া-ব্যান্ডেল রুটে প্রতিদিন বহু সংখ্যক যাত্রী লোকাল ট্রেনে যাতায়াত করেন। শিয়ালদহ ডিভিশনে দুটি এসি লোকাল (AC Local Train) চালু হওয়ার পর থেকে আশা করে ছিলেন হাওড়া ডিভিশনের যাত্রীরাও। এই জল্পনায় উচ্ছ্বসিত তাঁরা। কেউ বলছেন, হাওড়া ডিভিশনে কখনও না কখনও তো নিশ্চয়ই চালু হবে এসি লোকাল (AC Local Train)। রেল নিশ্চয়ই ভাবনাচিন্তা করছে।
আরও পড়ুন : ব্লু লাইনে আরও কমল মেট্রো সংখ্যা, পুজোর মুখেই যাত্রীদের আতান্তরে ফেলে ঘোষণা কর্তৃপক্ষের
ভালো সাড়া মিলেছে যাত্রীদের: পূর্ব ভারতের প্রথম এসি লোকাল চালু হয় শিয়ালদহ রানাঘাট রুটে। প্রথম দিন থেকেই ট্রেনে উপচে পড়া ভিড়। শিয়ালদহ বনগাঁ রুটে এসি লোকাল (AC Local Train) চালু হওয়ার পর ভিড় আরও বেড়েছে। সব আসন তো ভর্তি হয়েই যায়, উপরন্তু অনেক যাত্রীই দাঁড়িয়ে সফর করেন। তাই আরও এসি লোকাল বাড়ানোর ক্ষেত্রে রেলের আপত্তি থাকার কারণ নেই বলেই মনে করছেন যাত্রীরা।
আরও পড়ুন : ক্যাম্পাসে আদৌ চলে নজরদারি? ‘অনুমতি ছিল না…’, ছাত্রী মৃত্যুর ঘটনায় বিষ্ফোরক স্বীকারোক্তি সহ উপাচার্যের
যদিও পূর্ব রেলের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অবশ্য জানিয়েছেন, এ বিষয়ে এখনই কোনও খবর নেই তাঁদের কাছে। কিছু জানা গেলে ঘোষণা করা হবে রেলের তরফে। আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন হাওড়া ডিভিশনের যাত্রীরা।