বাংলাহান্ট ডেস্ক : লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য সুবিধাজনক অ্যাপ UTS নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। অ্যাপটি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন জোরালো হয়ে উঠেছে রেলের (Indian Railways) একটি নোটিফিকেশনের জেরে। উপরন্তু অ্যাপটি দিয়ে আপাতত মান্থলিও কাটা যাচ্ছে না, যার ফলে আর ওই চিন্তায় পড়ে গিয়েছেন রেলের নিত্যযাত্রীরা।
বন্ধ হয়ে যাবে রেলের (Indian Railways) ইউটিএস অ্যাপ?
দক্ষিণ রেলের তরফে সম্প্রতি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে, ২০২৬ এর ১ লা মার্চ থেকে কাজ করবে না ইউটিএস অ্যাপ। তবে RailOne অ্যাপে করা যাবে সেই কাজ। যদিও পূর্ব রেলের একজন সিনিয়র আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁদের কাছে এখনও এমন কোনও বিজ্ঞপ্তি এসে পৌঁছায়নি।

কাটা যাচ্ছে না মান্থলি: তবে পূর্ব রেলের বেশ কিছু যাত্রীরা অভিযোগ করেছেন, তাঁরাও ইউটিএস অ্যাপ দিয়ে মান্থলি টিকিট কাটতে পারছেন না। তবে আনরিজার্ভড টিকিট আপাতত কাটা যাচ্ছে। এদিকে অনেকের প্রশ্ন, ইউটিএস ওয়ালেটে রয়ে যাওয়া টাকা কি আদৌ ফেরত পাওয়া যাবে? কিংবা পাওয়া গেলেও তা কীভাবে?
আরও পড়ুন : বাতিল হয়ে গেল রহমানের জানুয়ারির শো, কলকাতায় ফের কবে শো করবেন সুরের জাদুকর?
বিকল্প ব্যবস্থা কী: উল্লেখ্য, ইউটিএস এর বিকল্প হিসেবে দেখা হচ্ছে RailOne অ্যাপকে। এটি ভারতীয় রেলের (Indian Railways) একটি নতুন অ্যাপ, যার মাধ্যমে টিকিট বুকিং থেকে শুরু করে ট্রেনের লাইভ স্ট্যাটাস, পিএনআর তথ্য থেকে ট্রেনে খাবার অর্ডার করার মতো কাজও করা যাবে।
আরও পড়ুন : লাভবান হবে ভারতীয় সেনা! এবার ভারত-চিন সীমান্তে ক্লান্তিহীন ভাবে নজর রাখবে ‘ভীষ্ম’
এতদিন রেলের পরিষেবাগুলির জন্য IRCTC Rail Connect, UTSonMobile, NTES, Rail Madad, Food on Track এর মতো বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে হত। তবে এবার থেকে RailOne অ্যাপের মাধ্যমেই সমস্ত পরিষেবা পাওয়া যাবে। আনরিজার্ভড বা লোকাল ট্রেনের টিকিটের জন্যও এই অ্যাপ ব্যবহার করা যাবে।












