তিন বছর পেরিয়েও TRP টপার, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে ‘জগদ্ধাত্রী’ বন্ধ করছে জি বাংলা?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনের এই মুহূর্তে অন্যতম পুরনো ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Serial)। বিগত তিন বছর ধরে জি বাংলায় সম্প্রচারিত হয়ে চলেছে এই সিরিয়াল। ভিন্ন স্বাদের সিরিয়ালটি প্রথম থেকেই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। মেগা সিরিয়ালের সংজ্ঞা বাস্তব করেই এত বছর ধরে সফল ভাবে সম্প্রচার হচ্ছে জগদ্ধাত্রী। অন্যান্য নতুন ধারাবাহিকের (Serial) তুলনায় জগদ্ধাত্রীর টিআরপি অনেকটাই ভালো।

এখনও চড়া টিআরপি দিচ্ছে জগদ্ধাত্রী সিরিয়াল (Serial)

এত বছর অতিক্রান্ত হয়ে গেলেও টিআরপি তালিকায় জগদ্ধাত্রীর টিআরপি রীতিমতো চড়া। প্রতি সপ্তাহেই প্রথম পাঁচে থাকে এই সিরিয়াল (Serial)। এমনকি শীর্ষস্থানেও জায়গা করতে সক্ষম হয়েছে এই ধারাবাহিক। তবে এত ভালো নম্বর সত্ত্বেও হঠাৎ ছড়াল জগদ্ধাত্রী শেষ হয়ে যাওয়ার গুঞ্জন।

Will jagadhatri serial end despite of high trp

কী জানালেন রূপসা: একাধিক সিরিয়াল (Serial) শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে জি বাংলায়। এমতাবস্থায় জগদ্ধাত্রী শেষের জল্পনায় চাঞ্চল্য ছড়িয়েছে দর্শক মহলে। সত্যিটা কী? মুখ খুললেন ‘কৌশিকী’ রূপসা চক্রবর্তী। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, এত দিন ধরে একটানা কোনও সিরিয়াল (Serial) সম্প্রচারিত হওয়া সাধারণ ব্যাপার নয়। তাই অনেকেই ভাবছেন এবার শেষ হবে জগদ্ধাত্রী। তবে পর্দার কৌশিকী বলেন, এত তাড়াতাড়ি শেষ হবে না জগদ্ধাত্রী। সবটাই নির্ভর করছে প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর কলমের উপরে।

আরও পড়ুন :  সময় বাঁচবে প্রায় ৩ ঘন্টা! নতুন চারটি রুটে ছুটবে বন্দে ভারত, প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন

কী ভাবছে চ্যানেল কর্তৃপক্ষ: এদিকে টেলিপাড়ার অন্দরের খবর, জি বাংলা এখনই সিরিয়াল (Serial) শেষ করার কথা ভাবছে না। কারণ তিন বছর পার করেও প্রতিপক্ষ চ্যানেলের সিরিয়ালগুলিকে (Serial) টক্কর দিয়ে চলেছে জগদ্ধাত্রী। ‘ও মোর দরদিয়া’র থেকে প্রতি সপ্তাহেই স্লট ছিনিয়ে নিচ্ছে জগদ্ধাত্রী। কিন্তু নতুন কোনও সিরিয়াল আনলে তা আদৌ এঁটে উঠতে পারবে কিনা তা নিয়ে ঝুঁকি নিতে চাইছে না চ্যানেল।

আরও পড়ুন : বুধবার থেকে হাসপাতালে জিতু, কমেনি জ্বর, আর্য-অপর্ণার TRP-তে প্রভাব পড়বে না তো?

আগামীতে ‘তারে ধরি ধরি মনে করি’ সিরিয়ালের স্লট ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। কিন্তু সেই স্লটই নাকি দিতে পারছে না চ্যানেল। শেষমেষ কি জগদ্ধাত্রীরই কপাল পুড়বে, নাকি কোপ পড়বে আনন্দীর উপরে? চ্যানেলের সিদ্ধান্ত জানার অপেক্ষায় দর্শকরা।