বাংলাহান্ট ডেস্ক: “দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বক্স অফিসে। অত্যন্ত কম বাজেট এবং তথাকথিত প্রথম সারির তারকাদের ছাড়াই বক্স অফিসে ২৫০ কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ফেলেছে এই ছবি। বলিউড প্রথমে বিষয়টা নিয়ে মুখে কুলুপ আঁটলেও এখন ধীরে ধীরে প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। তবে একজন সবার প্রথমেই বড় মুখ করে কাশ্মীর ফাইলসের প্রশংসা করেছিলেন।
তিনি কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। দ্য কাশ্মীর ফাইলসকে ‘বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ছবি’ বলে প্রশংসা করে বলিউডকে একহাত নিয়েছিলেন কঙ্গনা। বলিউড ইন্ডাস্ট্রির নিস্তব্ধতাকে কটাক্ষ শানিয়ে অভিনেত্রী বলেন, এই ছবি প্রমাণ করে দিয়েছে করোনা পরবর্তীতে প্রেক্ষাগৃহ শুধুমাত্র বড় বাজেটের ছবির জন্য নয়। ভোর ছটার শোও হাউজফুল যাচ্ছে!
তীব্র কটাক্ষ করে কঙ্গনা বলেন, ‘বুলিদাউদ (কঙ্গনার ভাষায় বলিউড) আর ওদের চামচারা সব অবসাদে ভুগছে। গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। তবুও এদের মুখ থেকে একটাও শব্দ বেরোচ্ছে না। ওদের সময় এবার খতম!’
শোনা গিয়েছিল, ছবির স্তুতির জন্য নিজের আগামী ছবিতে নাকি কঙ্গনাকে অভিনয় করার প্রস্তাব দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন তিনি। বিবেক স্পষ্ট ভাষাতেই জানান, এই খবরের কোনো সত্যতা নেই।
এখানেই না থেমে তিনি আরো বলেন, “আমার ছবিতে তারকাদের দরকার নেই, অভিনেতাদের দরকার। ১২ বছর আগে যখন আমি কেরিয়ার শুরু করেছিলাম তখন ঠিক করে নিয়েছিলাম যে আমার মনের মতো ছবি বানাবো, তারকাখচিত নয়। আমি বিশ্বাস করি সিনেমা শুধু লেখক ও পরিচালকদের মাধ্যম।”
প্রসঙ্গত, দু সপ্তাহের মধ্যে ২৫০ কোটি টাকার কাছাকাছি তুলে ফেলেছে দ্য কাশ্মীর ফাইলস। কাশ্মীরি পণ্ডিতদের উপরে নৃশংস অত্যাচার এবং গণহত্যার নির্মম সত্য উঠে এসেছে ছবিতে। যদিও ছবিতে দেখানো ইতিহাস কতটা সত্যি ও অবিকৃত তা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক হয়েছে। ‘আর আর আর’ এর মতো কড়া প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও রোখা যাচ্ছে না কাশ্মীর ফাইলসকে।