চাই অধিনায়ক! ২৫ কোটি টাকায় কে এল রাহুলকে কিনবে কলকাতা? কী পরিকল্পনা KKR-এর?

Published on:

Published on:

Will Kolkata Knight Riders buy KL Rahul?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ইংল্যান্ডে টেস্ট সিরিজে ব্যস্ত রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুল। এই সিরিজে তিনি দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন। ইতিমধ্যেই তিনি ২ টি সেঞ্চুরি করেছেন। তবে, এই আবহেই এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে আসছে। মূলত, মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, কেএল রাহুল ২০২৬ সালের IPL-এ তিনি দিল্লি ক্যাপিটালসের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলতে পারেন। KKR যেকোনও মূল্যে তাঁকে তাদের দলে চায়। জানিয়ে রাখি যে, কেএল রাহুলকে দিল্লি ক্যাপিটালস ১৪ কোটি টাকায় কিনেছিল এবং তিনি ২০২৫-এর IPL-এ ১৩ টি ইনিংসে ৫৩৯ রান করেছিলেন।

KKR (Kolkata Knight Riders)-এ যোগ দেবেন রাহুল?

কেএল রাহুলকে চায় KKR: মূলত, KKR (Kolkata Knight Riders)-এর একজন অধিনায়কের প্রয়োজন। ২০২৫-এর IPL-এ দলের নেতৃত্ব ছিলেন অজিঙ্ক রাহানে। কিন্ত, দলটি প্লে-অফেও পৌঁছতে পারেনি এবং সামগ্রিকভাবে এই মরশুমে তাদের পারফরম্যান্সও খারাপ ছিল। কিন্তু এখন KKR বড় পরিবর্তন চাইছে। সেই কারণেই কলকাতা নাইট রাইডার্স কেএল রাহুলকে দলে নিয়ে এসে তাঁকে অধিনায়ক করতে চায়।

মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে, KKR (Kolkata Knight Riders) কেএল রাহুলের জন্য ২৫ কোটি টাকা পর্যন্ত খরচ করতে প্রস্তুত। উল্লেখ্য যে, কেএল রাহুল কেবল একজন ভালো ব্যাটারই নয়, পাশাপাশি, তিনি একজন দক্ষ অধিনায়ক। এছাড়াও, উইকেটরক্ষকের ভূমিকাও তিনি ভালোভাবে পালন করতে পারেন। তাই, KKR তাঁর জন্য বিপুল অর্থ খরচ করতে প্রস্তুত বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের জেদের কারণেই ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে দাম? বড়সড় ঝটকা পেতে পারেন iPhone-প্রেমীরা

নিজের বিপদ নিজেই ডেকেছে KKR: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, IPL ২০২৫-এর নিলামের আগে KKR (Kolkata Knight Riders) নিজের পায়েই কুড়ুল করেছে। ২০২৪ সালে IPL-এ চ্যাম্পিয়ন করা শ্রেয়স আইয়ারকে তারা ধরে রাখেনি। ফলস্বরূপ, শ্রেয়স পাঞ্জাব কিংসের অধিনায়ক হয়েছেন। আইয়ার দল থেকে চলে যাওয়ায় KKR বড় ক্ষতির সম্মুখীন হয়। প্রথমে তাদের অধিনায়ক পরিবর্তন করতে হয়। এরপর দলের খেলার ধরণও বদলে যায়।

আরও পড়ুন: LPG-র দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ড-UPI-র নিয়ম! ১ অগাস্ট থেকে এই ৬ টি ক্ষেত্রে হচ্ছে পরিবর্তন

KKR ২০২৫-এর মরশুমে ১৪ টি ম্যাচের মধ্যে মাত্র ৫ টিতে জিততে সক্ষম হয়। এদিকে, ২০২৬-এর IPL-এর আগে KKR (Kolkata Knight Riders) ইতিমধ্যেই দলের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও সরিয়েছে। পাশাপাশি, দলের বোলিং ইউনিটকে শক্তিশালী করা ভরত অরুণও লখনউতে যোগ দিয়েছেন। এমতাবস্থায়, কলকাতা নাইট রাইডার্স কেএল রাহুলকে দলে এনে দলের ভারসাম্য বজায় রাখার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু, প্রশ্ন হল দিল্লি ক্যাপিটালস ছেড়ে কেএল রাহুল কী সত্যিই কলকাতার দলে যোগ দেবেন? এই উত্তর বর্তমানে কারোর কাছেই স্পষ্ট নয়।