সোমেই কার্যকর নতুন জিএসটি হার, রান্নার গ্যাসের দাম কমবে নাকি আরও বাড়তে চলেছে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মতোই সোমবার থেকে কার্যকর হল নতুন জেনারেশন জিএসটি। জিএসটি হারের সংস্কারের জেরে বেশ কিছু পণ্যের দামে রদবদল হয়েছে। অধিকাংশ জিনিসেরই দাম কমেছে। এর মধ্যে রয়েছে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস। আবার সিগারেট সহ তামাকজাত পণ্যের দাম বেড়েছে জিএসটি সংস্কারে। কিন্তু রান্নার গ্যাসের (Liquefied petroleum gas) ক্ষেত্রে কি কোনও বদল হয়েছে নতুন জিএসটির জন্য?

জিএসটি পরিবর্তনে কী প্রভাব পড়বে এলপিজি গ্যাস (Liquefied petroleum gas) সিলিন্ডারের দামে?

জিএসটি (GST) হারের পরিবর্তনের জেরে নিত্যপ্রয়োজনীয় প্রায় অধিকাংশ জিনিসই সস্তা হয়ে যাচ্ছে। যার জেরে উৎসবের মরশুমে অনেকটাই স্বস্তি পাবে আমজনতা। তবে একই সঙ্গে প্রশ্ন উঠছে, নতুন জেনারেশন জিএসটিতে এলপিজি গ্যাস (Liquefied petroleum gas) সিলিন্ডারের দামও কি কমবে নাকি তা আরও মহার্ঘ্য হবে?

Will Liquefied petroleum gas cylinder price change for new gst

গার্হস্থ্য সিলিন্ডারের উপর কত জিএসটি: উল্লেখ্য, গার্হস্থ্য এবং বাণিজ্যিক এলপিজি গ্যাস (Liquefied petroleum gas) সিলিন্ডারের উপরে জিএসটি হার ভিন্ন। বাড়িতে ছাড়াও বিভিন্ন দোকান, রেস্তোরাঁতেও ব্যবহার হয় এলপিজি গ্যাস সিলিন্ডার। জিএসটি সংস্কারের প্রভাব পড়ছে রান্নার গ্যাসেও। তবে গার্হস্থ্য ব্যবহারের রান্নার গ্যাসের ক্ষেত্রে দামে কোনও পরিবর্তন হচ্ছে না। গার্হস্থ্য ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিবিহীন এলপিজি গ্যাস (Liquefied petroleum gas) সিলিন্ডারের ক্ষেত্রে জিএসটি রয়েছে ৫ শতাংশ।

আরও পড়ুন :  কামব্যাক করতে মরিয়া, দুর্গম লাদাখে শুটিং করতে গিয়ে গুরুতর আহত সলমন

বাণিজ্যিক সিলিন্ডারে কী পরিবর্তন: অন্যদিকে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেও জিএসটি হারে পরিবর্তন হচ্ছে না। বর্তমানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Liquefied petroleum gas) ক্ষেত্রে জিএসটি হার ১৮ শতাংশ। জিএসটি কাউন্সিলের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন জিএসটিতেও বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের উপরে করের হার ১৮ শতাংশই থাকছে।

আরও পড়ুন : প্রাক্তন নায়িকাদের মাঝে অনুপস্থিত বর্তমান, দেবের মেগা ইভেন্টে দেখা মিলল না রুক্মিণীর! তুঙ্গে জল্পনা

উল্লেখ্য, জিএসটি সংস্কারের জেরে সোমবার থেকে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় খাবার এবং মুদিখানার জিনিসপত্রে দাম কমছে। পাশাপাশি মাথার তেল, টুথপেস্ট, টুথব্রাশ, সাবানের মতো পণ্যে ১৮ শতাংশ জিএসটি কমে ৫ শতাংশ হয়ে গিয়েছে। এছাড়াও ভুজিয়া, নিমকি, শিশুদের ফিডিং বোতল, ডায়াপারের দামও কমে যাচ্ছে।