বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের (Assembly Elections) পর তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হলেও নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছিল তাঁকে। এখনও এই নিয়ে প্রায় সরব হন রাজ্যের বিরোধী দলনেতা। মাঝেমধ্যেই তাঁকে বলতে শোনা যায়, ‘কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। তাছাড়া যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকবেন ততদিন তাঁর কানের সামনে বাজবে আমি হেরেছি, হেরেছি, হেরেছি ‘। সম্প্রতি আবার শুভেন্দু (Suvendu Adhikari) দাবি করতে শুরু করেছেন, ছাব্বিশের ভোটে ভবানীপুরে মমতাকে হারাবেন তিনি। এবার এই নিয়ে পাল্টা দিল তৃণমূল।
অল আউট আক্রমণে জোড়াফুল শিবির (Mamata Banerjee)!
নন্দীগ্রামে পরাজিত হওয়ার পর ২০২১ সালে ভবানীপুরে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে সরে দাঁড়াতে হয়েছিল এই কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে। প্রত্যাশা মতোই জয়লাভ করেছিলেন মমতা। এবার শুভেন্দু হুঁশিয়ারি দিতে শুরু করেছেন, আগামী বিধানসভা ভোটে ভবানীপুরে তৃণমূল নেত্রীকে হারাবেন তিনি।
এবার এই ‘ইস্যু’তে পাল্টা জবাব দিল তৃণমূল (Trinamool Congress)। সম্প্রতি তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বিজেপি বিধায়কের উদ্দেশে বলেন, ‘ভবানীপুরের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় চোখ ঝলসে যাবে। ভবানীপুরের চোখ ধাঁধানো আলো সহ্য হবে না বিরোধী দলনেতার। ভবানীপুরে বিরোধী দলনেতা লড়তে এলে জামানত জব্দ করে বাড়ি পাঠাব। অন্য কোথাও নয়, ভবানীপুরে লড়বেন! তবে অন্য কোথাও দাঁড়ালেও হারাব’।
আরও পড়ুনঃ সাবধান! দু’ঘণ্টায় ঝড়-বৃষ্টির তোলপাড় কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই সব জেলায়, জারি কমলা সতর্কতা
তৃণমূলের দাবি, ছাব্বিশের ভোটে ফের ভবানীপুর থেকে জিতে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনকি নন্দীগ্রামেও এবার ঘাসফুল ফুটবে বলে দাবি করা হচ্ছে। ‘নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন’, দাবি শাসকদলের।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে পরাজিত হয়েছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। ভোটের ফল ঘোষণার পর তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়, গণনাকেন্দ্রে লোডশেডিং করিয়ে, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে জয়লাভ করেছেন শুভেন্দু। ওই ভোটের ফলাফল নিয়ে আদালতে মামলাও করেছিল জোড়াফুল শিবির। পরবর্তীতে ভবানীপুর থেকে জয়ী হন মমতা। এবার এই কেন্দ্র নিয়ে শুরু হয়েছে তরজা।
ছাব্বিশের বিধানসভা ভোটে ফের একবার মমতা (Mamata Banerjee)-শুভেন্দুর ‘দ্বৈরথ’ দেখা যাবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। নন্দীগ্রামের পর কি তাহলে এবার ভবানীপুরে মুখোমুখি হবেন দু’জন? আগামী বছরই মিলবে সেই উত্তর।