বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের এশিয়া কাপে পাকিস্তানের (Pakistan National Cricket Team) কী হবে? তারা কী আরও খেলবে নাকি টুর্নামেন্ট থেকে বিদায় নেবে? এই প্রশ্নই এখন পাকিস্তান ক্রিকেট দলের দিকে ধেয়ে আসছে। মূলত, তারা নিজেদের পাতা ফাঁদেই পা দিয়েছে। গত রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করায় রেগে যায় পাকিস্তান। তারা এই বিষয়টিকে অত্যন্ত বড় ভাবে উপস্থাপিত করতে চায়। শুধু তাই নয়, পাকিস্তান এটাও দাবি করে যে, ওই ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে অপসারণ করা হোক। এছাড়াও, তারা সরাসরি ICC-কে হুমকি দিয়ে বলে তারা যদি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ না করে, তাহলে পাকিস্তান সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলবেন না। কিন্তু, এখন সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে যে পাকিস্তানের এই চাল তাদের নিজেদের ওপরেই প্রভাব ফেলবে।
চরম সঙ্কটে পাকিস্তান (Pakistan National Cricket Team):
পাকিস্তান কী এশিয়া কাপ থেকে ছিটকে যাবে: জানিয়ে রাখি যে, এশিয়া কাপে আগামী ১৭ সেপ্টেম্বর পাকিস্তান (Pakistan National Cricket Team) এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে ম্যাচটি সম্পন্ন হবে। এই ম্যাচটির জন্য পাকিস্তান দল জানিয়েছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ না করা হলে তারা ওই ম্যাচে খেলবে না। কিন্তু, এখন প্রশ্ন হল যদি পাকিস্তানি দল সেই ম্যাচটি না খেলে, তাহলে টুর্নামেন্টে তাদের সফর কীভাবে এগোবে? ওমানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহীর জয় এবং রিপোর্ট অনুসারে তাদের দেওয়া হুমকির বিষয়ে ICC-র সম্ভাব্য সিদ্ধান্তের পর পাকিস্তানের এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
কী হবে পাকিস্তানের ভবিষ্যৎ: এশিয়া কাপে গত ১৫ সেপ্টেম্বর খেলা ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহী ওমানকে ৪২ রানে পরাজিত করে। সংযুক্ত আরব আমিরশাহীর এই জয়ের পর, আগামী ১৭ সেপ্টেম্বর পাকিস্তানের (Pakistan National Cricket Team) বিরুদ্ধে তাদের ম্যাচটি নকআউটে পরিণত হয়েছে। অর্থাৎ, যে জিতবে সে গ্রুপ এ থেকে ভারতের সঙ্গে সুপার ফোরে জায়গা করে নেবে।
আরও পড়ুন: ফের বড় সিদ্ধান্ত! এশিয়া কাপ জিতলে মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া: রিপোর্ট
দাবি প্রত্যাখ্যান করেছে ICC: এদিকে, ক্রিকবাজের রিপোর্টের অনুসারে, ICC পাকিস্তানের (Pakistan National Cricket Team) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের বিষয়টিও খুব একটা গুরুত্বের সঙ্গে নেয়নি। খবর মিলছে যে, ICC পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা PCB-র দাবি প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের জন্য আরও বেশি উদ্বেগজনক বিষয় হল, ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচের রেফারি হবেন অ্যান্ডি পাইক্রফট।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন, ১ অক্টোবর থেকেই কার্যকর
পাকিস্তান নিজের জালে আটকে গেছে: এখন প্রশ্ন হল, ভারতের বিরুদ্ধে ম্যাচে “অপমানিত” হওয়ার পর পাকিস্তান (Pakistan National Cricket Team) কী সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ খেলে ফের অপমানিত হতে প্রস্তুত? ICC-র তরফে ম্যাচ রেফারিকে অপসারণের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। তাহলে কী পাকিস্তান তার হুমকির বিরুদ্ধে গিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলবে? যদি এর উত্তর “হ্যাঁ” হয়, তাহলে ঠিক আছে। কিন্তু, যদি “না” হয়, তাহলে পাকিস্তান ক্রিকেট দলের এশিয়া কাপ থেকে ছিটকে পড়া নিশ্চিত। কারণ, এশিয়া কাপের সফরে টিকে থাকতে গেলে পাকিস্তানকে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচটি খেলতে হবে এবং জিততে হবে।