পুজোর সময়ে কি “ভিলেন” হবে বৃষ্টি? ক্যান্সেল হবে সব প্ল্যান? চলে এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই বাঙালি মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় (Durga Puja)। ইতিমধ্যেই পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্রতিটি ক্ষেত্রেই। পাশাপাশি পুজোর কটা দিন আনন্দে মেতে উঠতে চলছে দেদার প্ল্যানিং এবং প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনাও। যদিও, এতকিছুর ভিড়ে একটা চিন্তা ঠিক উঁকি দিচ্ছে। সেটা হল বৃষ্টি।

কিছুদিন আগে পর্যন্ত রাজ্যজুড়ে হওয়া প্রবল বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় তৈরি হয় বন্যা পরিস্থিতি। এমনকি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তরবঙ্গ। এমতাবস্থায়, পুজোর ওই চারদিন বৃষ্টির ভ্রুকুটি বজায় থাকবে কি না এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সকলে। এই পরিস্থিতিতে, এবার বড় তথ্য সামনে এসেছে।

Will rain be the "villain" during Puja?

এমনিতেই, আর দু-একদিনের মধ্যেই রাজ্য থেকে বিদায়ের পর্ব শুরু হবে বর্ষার। এদিকে, আগামী শনিবার রয়েছে মহালয়া। তবে, মহালয়ার দিন দুই বঙ্গেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। যদিও, গরমের যন্ত্রণা কিন্তু ভোগ করতেই হবে। মূলত, ধীরে ধীরে আর্দ্রতা কমতে থাকায় তাপমাত্রার পরিমাণ একটু বেশি রয়েছে।

আরও পড়ুন: “সাইড প্লিজ….”, রাজ্যে আসছে পঞ্চম বন্দে ভারত, বদলাচ্ছে এই ট্রেনের রুট! প্রস্তাব গেল রেলের কাছে

পাশাপাশি, এই গরম আবহাওয়া আগামী কয়েক দিন বজায় থাকবে বলেও খবর মিলেছে। অর্থাৎ, বৃষ্টির হাত থেকে রক্ষা মিললেও গরমের হাত থেকে মিলছে না মুক্তি। শুধু তাই নয়, গত পাঁচ দিন ধরে তাপমাত্রা যা ছিল, সেই একই পরিস্থিতি বজায় থাকবে দুই বঙ্গেই।

আরও পড়ুন: এবার রতন টাটার কাছে হেরে গেলেন মাহিন্দ্রা! নয়া রেকর্ড গড়ে নজির তৈরি করলেন বর্ষীয়ান শিল্পপতি

এবারে আসি বৃষ্টির প্রসঙ্গে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শুষ্ক আবহাওয়া বজায় থাকার পাশাপাশি আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে, উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর