আন্তর্জাতিক T20-তে প্রত্যাবর্তন করবেন রোহিত? খেলতে ইচ্ছুক এই টুর্নামেন্ট, মিলল বড় আপডেট

Published on:

Published on:

Will Rohit Sharma make a comeback to international T20 this time?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৪ সালের T20 বিশ্বকাপ জয়ের পর T20 ইন্টারন্যাশনাল থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। যদিও, সম্প্রতি রোহিতের প্রসঙ্গে সামনে আসা একটি আপডেট তাঁর আন্তর্জাতিক T20-তে প্রত্যাবর্তনের বিষয়ে জল্পনার উদ্রেক ঘটিয়েছে। ইতিমধ্যেই টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে জানা গিয়েছে যে, রোহিত শর্মা সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউট ম্যাচগুলিতে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। অর্থাৎ, তিনি এই টুর্নামেন্টে খেলতে প্রস্তুত রয়েছেন। এদিকে, এই টুর্নামেন্ট T20 ফরম্যাটে খেলা হয়।

আন্তর্জাতিক T20-তে প্রত্যাবর্তন করবেন রোহিত (Rohit Sharma)?

মুম্বাইয়ের হয়ে খেলতে পারেন রোহিত: জানিয়ে রাখি যে, সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউট ম্যাচগুলি আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিকে, মুম্বাই লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে। এখনও পর্যন্ত তারা তাদের সবকটি ম্যাচ জিতেছে। এমন পরিস্থিতিতে, মুম্বাইয়ের নকআউটে খেলা কার্যত নিশ্চিত। যেখানে এবার এন্ট্রি নিতে পারেন রোহিত শর্মাও।

Will Rohit Sharma make a comeback to international T20 this time?

উল্লেখ্য যে, রোহিত শর্মা বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ODI সিরিজ খেলছেন। এই ODI সিরিজটি শেষ হবে আগামী ৬ ডিসেম্বর। এরপর রোহিত নকআউট ম্যাচে মুম্বাইয়ের হয়ে খেলার জন্য উপলব্ধ থাকবেন।

আরও পড়ুন: ‘নিজের প্রতি অনুশোচনা হচ্ছে’, ৩৫৮ রান করেও কেন পরাজিত হল টিম ইন্ডিয়া? কারণ জানালেন কেএল রাহুল

রোহিত খেলার ইচ্ছে প্রকাশ করেছেন; MCA সূত্র: জানিয়ে রাখি যে, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) সূত্রকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়াও এই তথ্য শেয়ার করেছে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সূত্রগুলি টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে যে, রোহিত শর্মা সৈয়দ মুশতাক আলী ট্রফির নকআউট ম্যাচগুলিতে মুম্বাইয়ের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন।

আরও পড়ুন: তৎকাল টিকিটে বড় বদল রেলের সিদ্ধান্তে, কাউন্টারে এবার বাধ্যতামূলক ওটিপি যাচাই

চলতি বছরের শুরুতে, BCCI একটি নিয়মও তৈরি করেছিল। যেখানে বলা হয়, যেসব খেলোয়াড় ন্যাশনাল ডিউটিতে নেই বা চোটের সম্মুখীন নন তাঁদের ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে। সেই নিয়মের অধীনে, রোহিত শর্মাও খেলার ক্ষেত্রে উপযুক্ত। এদিকে, আন্তর্জাতিক T2O থেকে অবসরে নেওয়ার পর T20 ফরম্যাটে খেলা টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে রোহিতের খেলার বিষয়ে ইচ্ছে প্রকাশের আপডেট সামনে আসার পর অবাক হয়েছেন তাঁর অনুরাগীরাও।