অস্ট্রেলিয়াতেই কেরিয়ারের শেষ সিরিজ খেলবেন রোহিত-কোহলি? কী জানাল BCCI?

Published on:

Published on:

Will Rohit Sharma-Virat Kohli play their last series in Australia?

বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ODI সিরিজই রোহিত শর্মা এবং বিরাট কোহলির (Rohit Sharma-Virat Kohli) শেষ আন্তর্জাতিক সিরিজ হবে কিনা এই বিষয়ে এবার প্রতিক্রিয়া দিলেন BCCI সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেন যে, অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে খেলোয়াড়দের ওপরে রয়েছে। এই প্রসঙ্গে রাজীব শুক্লা ANI-এর সঙ্গে কথা বলেছেন। ইতিমধ্যেই অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। এরপর, BCCI-এর সহ-সভাপতি রাজীব শুক্লা কোহলি এবং রোহিতের ভবিষ্যৎ নিয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন।

অস্ট্রেলিয়ায় খেলবেন রোহিত-কোহলি (Rohit Sharma-Virat Kohli):

উল্লেখ্য যে, ২০২৭ সালের ICC ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়া সফরের জন্য রোহিত এবং বিরাটকে (Rohit Sharma-Virat Kohli) নির্বাচিত করা হয়েছে। এদিকে, শুভমান গিলকে ODI অধিনায়ক করা হয়েছে। এছাড়াও, সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত এ সিরিজে অভিষেক শর্মা, প্রভসিমরন সিং এবং তিলক ভার্মার মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে, ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের সময়ে রোহিত এবং কোহলির বয়স হবে যথাক্রমে ৪০ এবং ৩৯ বছর।

Will Rohit Sharma-Virat Kohli play their last series in Australia?

এদিকে, ANI-এর সঙ্গে কথা বলতে গিয়ে, BCCI সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন যে, “এটা আমাদের জন্য খুবই উপকারী। উভয়েরই দুর্দান্ত ODI রেকর্ড রয়েছে এবং উভয় খেলোয়াড়ই (Rohit Sharma-Virat Kohli) আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাঁদের দুজনের সঙ্গে, আমার মনে হয় আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারব।” শুক্লা আরও বলেন, “তাঁদের শেষ সিরিজের কথা প্রসঙ্গ এলে এমন কিছুই হয় না। আমাদের কখনই এই বিষয়গুলিতে জড়ানো উচিত নয়। এটা খেলোয়াড়দের ওপর নির্ভর করে, তাঁরা কখন অবসর নেবেন। এটা তাঁদের শেষ সিরিজ হবে বলা সম্পূর্ণ ভুল।”

আরও পড়ুন: কালী পুজোর মরশুমে ইলিশের সরবরাহ বাড়ছে, বাজারে দাম কত হতে পারে?

জানিয়ে রাখি যে, রোহিত শর্মা ভারতের চতুর্থ সর্বোচ্চ ODI রান সংগ্রাহক। তিনি ২৭৩ টি ম্যাচে এবং ২৬৮ টি ইনিংসে ৪৮.৭৬ এভারেজে ১১,১৬৮ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৩২ টি সেঞ্চুরি, ৫৮ টি হাফ-সেঞ্চুরি। যেখানে তাঁর সর্বোচ্চ স্কোর হল ২৬৪। এই বছর ৮ টি ODI ম্যাচে রোহিত ৩৭.৭৫ এভারেজে এবং ১০৮.২৪ স্ট্রাইক রেটে ৩০২ রান করেছেন। যার মধ্যে ১ টি সেঞ্চুরি এবং ১ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। যেখানে সেরা স্কোর হল ১১৯।

আরও পড়ুন: দীপাবলীর আগে আরও বাড়ল সোনার দাম, ১০ গ্ৰাম গহনা কিনতে কত খরচ পড়বে জানেন?

অন্যদিকে, বিরাট ভারতের ODI-তে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৩০২ টি ম্যাচে এবং ২৯০ টি ইনিংসে ৫৭.৮৮ এভারেজে এবং ৯৩-এর বেশি স্ট্রাইক রেট সহ ১৪,১৮১ রান করেছেন। যার মধ্যে ৫১ টি সেঞ্চুরি এবং ৭৪টি হাফ-সেঞ্চুরি রয়েছে। যেখানে কোহলির তাঁর সেরা স্কোর হল ১৮৩। উল্লেখ্য যে, এই বছর ৭ টিOD-তে কোহলি ৭ টি ইনিংসে ৪৫.৮৩ এভারেজে ২৭৫ রান করেছেন। যার মধ্যে ১ টি সেঞ্চুরি এবং ২ টি হাফ সেঞ্চুরি রয়েছে এবং তার সেরা স্কোর ১০০ (অপরাজিত)।