বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতের (India) সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক যেখানে আমেরিকার চিন্তা বৃদ্ধি করেছে ঠিক এই আবহেই এই দুই দেশ বাণিজ্যিক ক্ষেত্রে আরও অগ্রগতি ঘটাচ্ছে। গত ৪ বছরে, রাশিয়া কেবল অপরিশোধিত তেল বাণিজ্যেই নয়, সূর্যমুখী তেলেও নিজেদের একটি শক্তিশালী উপস্থিতি প্রতিষ্ঠা করেছে। এমনিতেই ভারতে সূর্যমুখী তেলের ব্যবহার বেশি, তবে স্থানীয় উৎপাদন কম। ২০২৪ সালে রাশিয়া ভারতের সূর্যমুখী তেলের বৃহত্তম সরবরাহকারী হিসেবে বিবেচিত হয়। যা পূর্বে ইউক্রেনের দখলে ছিল। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার বন্দরগুলিতে সহজ প্রবেশাধিকার ভারতের জন্য একটি নির্ভরযোগ্য বিকল্প।
ভারতে (India) সূর্যমুখী তেলের ব্যবহার বেশি:
সাপ্লাই লাইন পরিবর্তন করেছে যুদ্ধ: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের পর থেকে, ইউক্রেন তার সূর্যমুখী তেলের বেশিরভাগ শিপমেন্ট ইউরোপে পাঠাচ্ছে। এদিকে ভারতে (India) পরিবহণের জন্য সড়ক ও রেলের ওপর নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। যার ফলে খরচ বেড়েছে। অন্যদিকে, রাশিয়া, ভারতীয় বাজারে তার ফসল পাঠিয়ে, প্রতিযোগিতামূলক মূল্যের স্থিতাবস্থা বজায় রাখে।

ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সানফ্লাওয়ার অয়েলের সভাপতি সন্দীপ বাজোরিয়ার মতে, ভারত (India) এই সময়ের মধ্যে রাশিয়া থেকে ২.০৯ মিলিয়ন টন তেল আমদানি করেছে। যা ২০২১ সালের তুলনায় প্রায় ১৩ গুণ বেশি।
আরও পড়ুন: মার্চ মাস থেকে দাম বেড়েছে ১৬২ শতাংশ! শেয়ার বাজারে ঝড় তুলছে এই স্টক, মালামাল বিনিয়োগকারীরা
ভারতের জন্য সূর্যমুখী তেল কেন গুরুত্বপূর্ণ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতে (India) ভোজ্যতেলের ব্যবহারে সূর্যমুখী তেল তৃতীয় স্থানে রয়েছে। অপরদিকে, পাম তেল সর্বাধিক ব্যবহৃত তেল হিসেবে বিবেচিত হয়। তারপরে রয়েছে সয়াবিন তেল এবং সূর্যমুখী তেল। দেশে এর উৎপাদন খুবই কম (৫ শতাংশেরও কম)। এর ফলে আমদানির ওপর নির্ভরতা বৃদ্ধি পায়। তবে, রাশিয়া ভারতীয় বাজারে পা রাখায় বিষয়টি স্থিতিশীল হয়েছে। যুদ্ধের আগে, ইউক্রেন ভারতের বৃহত্তম সরবরাহকারী ছিল। কিন্তু এখন ইউক্রেনের বেশিরভাগ পণ্য ইউরোপে পাঠানো হচ্ছে।
আরও পড়ুন: উৎসবের মরশুমে ভরল সরকারের কোষাগার! অক্টোবরে লাফিয়ে বাড়ল GST আদায়ের পরিমাণ
ভারত-রাশিয়া সম্পর্ক এবং সাপ্লাইয়ের স্থিতিশীলতা: সাপ্লাই চেন জোরদার করার জন্য ভারত (India) ও রাশিয়া উভয়ই সম্প্রতি বড় পদক্ষেপ গ্রহণ করছে। বাণিজ্য সম্পর্ক এবং আস্থা আরও জোরদার করার জন্য SEA-র একটি প্রতিনিধিদল সেপ্টেম্বরে রাশিয়া সফর করেছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, আগামী সময়ে, রাশিয়ান সূর্যমুখী তেল ভারতীয় রান্নাঘরে একটি নির্ভরযোগ্য বিকল্প হয়ে থাকবে।













