বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের জন্য বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা দিয়ে থাকে ভারতীয় রেল (Indian Railways)। ট্রেনে সফরকালে যাতে কোনওরকম সমস্যার মধ্যে পড়তে না হয় যাত্রীদের, তার জন্য পরিষেবা ক্রমাগত উন্নত করে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। পাশাপাশি পুরনো কিছু সুযোগ সুবিধাও আবার ফেরানোর কথা ভাবনাচিন্তা করছে রেল। এর মধ্যে অন্যতম হল প্রবীণ নাগরিকদের ভাড়ায় ছাড়। সম্প্রতি এ বিষয়ে সংসদে মুখ খোলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।
প্রবীণ নাগরিকদের ভাড়ায় ছাড় নিয়ে মুখ খুললেন রেলমন্ত্রী (Indian Railways)
শুক্রবার রাজ্যসভায় রেলমন্ত্রী জানান, রেলওয়ের স্থায়ী কমিটির তরফে বয়স্কদের জন্য ছাড়ের বিষয়টি পুনরায় ভাবনাচিন্তা করা হচ্ছে। রেলের (Indian Railways) স্লিপার ক্লাস এবং থার্ড এসিতে ছাড়ের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এ বিষয়ে স্থায়ী কমিটি সুপারিশ করেছে। তিনি বলেন, অন্তত স্লিপার এবং থার্ড এসিতে বয়স্কদের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে রেলওয়ে (Indian Railways) স্থায়ী কমিটি।
করোনার আগে মিলত বিপুল ছাড়: উল্লেখ্য, করোনার আগে প্রবীণ নাগরিকদের ভাড়ায় আকর্ষণীয় ছাড় দিত ভারতীয় রেল। ৬০ বছরের বেশি বয়সী পুরুষদের জন্য ৪০ শতাংশ, ৫৮ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়া হত। এক্সপ্রেস, রাজধানীর মতো সমস্ত ট্রেনেই প্রযোজ্য ছিল এই ছাড় কিন্তু করোনার পরেই এই সুবিধা তুলে নেয় ভারতীয় রেল (Indian Railways)।
আরও পড়ুন : শ্রাবণ মাসে নিরামিষ খেয়ে একঘেয়ে লাগছে? স্বাদবদল করুন ছানার ডাব মালাই দিয়ে, রইল রেসিপি
কী জানালেন রেলমন্ত্রী: রেলমন্ত্রী বলেন, সকল যাত্রীকে এমনিতেই গড়ে ৪৫ শতাংশ ছাড় দিচ্ছে। অর্থাৎ খরচ ১০০ টাকা হলেও যাত্রীদের থেকে গড়ে ৫৫ টাকা নেওয়া হয়। পাশাপাশি প্রতিবন্ধী, বিভিন্ন রোগী এবং পড়ুয়াদের জন্যও বিশেষ ভর্তুকি দেওয়া হয়।
আরও পড়ুন : মেঘ কাটতেই সমুদ্রে রূপোলি শষ্যের ঝিলিক, ইলিশ নিয়ে ফিরবেন মৎস্যজীবীরা, আশায় ভোজনরসিকরা
রাজ্যসভায় প্রশ্ন ওঠে, ফের কবে প্রবীণ নাগরিকদের জন্য ভর্তুকি দেওয়া শুরু করবে রেল? ঠিক কবে থেকে এই পরিষেবা ফের চালু হবে তা রেলমন্ত্রী স্পষ্ট না করলেও ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনে প্রবীণ যাত্রীরা আবারও কম ভাড়ায় সফর করতে পারবেন রেলে।