বাংলাহান্ট ডেস্ক: দেশ ছাড়ার এক বছর পর ঘরে ফেরা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) নিয়ে ২০২৪ সালের ৫ অগস্ট—বাংলাদেশ জ্বলছিল আন্দোলনের দাবানলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখন সাধারণ জনতার আন্দোলনে রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য—ছাত্ররা ‘রাজাকার’—দেয়া মাত্রই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে। ঠিক সেই সময় দুপুরে সেনাবাহিনীর কপ্টারে তড়িঘড়ি চড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। ইস্তফা দেন প্রধানমন্ত্রী পদ থেকেও। আশ্রয় নেন প্রতিবেশী ভারতেই। তারপর থেকে এক বছর কেটে গেছে। কিন্তু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আর দেশের মাটিতে ফেরেননি।
বাংলাদেশে ফেরা নিয়ে কি বললেন শেখ হাসিনা (Sheikh Hasina)?
এই পুরো সময়টাতেই তিনি ছিলেন আড়ালে, কখনও প্রকাশ্যে আসেননি। তবে এবার নীরবতা ভাঙলেন। প্রথমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম—রয়টার্স, এএফপি এবং দ্য ইন্ডিপেনডেন্টকে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা (Sheikh Hasina)। জানালেন, তিনি এখনও দিল্লিতেই আছেন এবং স্বাধীনভাবেই থাকছেন। তবে দেশে ফেরার ইচ্ছাও স্পষ্ট করে জানালেন। তাঁর কথায়, “অবশ্যই আমি বাড়ি ফিরতে চাইব। তবে বৈধ সরকারের অধীনে, যেখানে সংবিধান রক্ষা হয়, সত্যিকারের আইন-শৃঙ্খলা থাকে।”
আরও পড়ুন:রেস্টুরেন্টের মতো স্বাদ এখন ঘরেই! সহজ উপকরণে বানিয়ে ফেলুন এমন চিকেন পদ, যা খেয়ে সবাই মুগ্ধ হবে
অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বাংলাদেশে ক্ষমতায় রয়েছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বাধীন প্রশাসন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা করেছে। কিন্তু তার আগেই গত মে মাসে নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়েছে শেখ হাসিনার (Sheikh Hasina) দল, আওয়ামী লিগকে। আর তা নিয়েই ক্ষোভে ফুঁসছেন শেখ হাসিনা। তাঁর দাবি, লক্ষ লক্ষ আওয়ামী লিগ সমর্থক আগামী নির্বাচনে অংশ নেবেন না। “আওয়ামী লিগের উপরে নিষেধাজ্ঞা শুধু অনৈতিক নয়, এটি আত্ম-পরাজয়ও,” মন্তব্য মুজিব কন্যার।
১৫ বছর ক্ষমতায় থাকার অভিজ্ঞতার প্রেক্ষিতে তিনি (Sheikh Hasina) বলেন, একটি রাজনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে মানুষের অংশগ্রহণ জরুরি। “লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লিগকে সমর্থন করেন। রাজনৈতিক ব্যবস্থা থেকে তাদের বাদ দেওয়া যায় না। আমরা সমর্থকদের অন্য দলকে ভোট দিতে বলছি না। আমরা চাই, শুভবুদ্ধির উদয় হোক এবং আমাদেরও নির্বাচনে অংশ নিতে দেওয়া হোক।”

আরও পড়ুন:আরজি কর নিয়ে ছবি তৈরিতে আপত্তি নির্যাতিতার মা-বাবার, ‘তিলোত্তমা’ ঘিরে বিতর্ক তুঙ্গে
নতুন সরকারের অধীনে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা (Sheikh Hasina) বলেন, “আমি অবশ্যই ফিরতে চাই। কিন্তু এমন সরকারের অধীনে নয়, যারা গণতন্ত্রকে বাদ রেখে ক্ষমতায় আসে।” তাঁর দাবি, যে পরিস্থিতিতে দেশ ছাড়তে হয়েছিল তা ছিল জীবন-মৃত্যুর প্রশ্ন। “থেকে গেলে শুধু আমিই ঝুঁকিতে পড়তাম না, আমার আশপাশের মানুষরাও বিপদে পড়তেন।” বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আশাবাদী রয়েছেন তিনি। বলেন, আওয়ামী লিগ ভবিষ্যতেও দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে—সে সরকারে থাকুক বা বিরোধী দলে। তা-ই হলে কি তিনি আর কখনও বাংলাদেশে ফিরবেন না? এই প্রশ্নের জবাবে স্পষ্ট তাঁর বক্তব্য—ফেরা হবে, তবে “শুধুমাত্র গণতন্ত্র ও সংবিধান রক্ষার নিশ্চয়তা থাকলে।”
এক বছর পরও বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝেই তাঁর এই বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন নজর সকলের, আগামী নির্বাচন ও রাজনৈতিক সমীকরণে—আওয়ামী লিগ কি ফিরবে ভোটের ময়দানে, আর শেখ হাসিনা (Sheikh Hasina) কি ফিরে যাবেন নিজের মাতৃভূমিতে? সময়ই দেবে উত্তর।













