বাতিল একাধিক ভাতা, অষ্টম পে কমিশনে কর্মীদের বেতনে বড় পরিবর্তনের আশঙ্কা! কী বদল আসছে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আর কয়েক মাস পরেই নতুন বেতন পরিকাঠামো চালু হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees)। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতাধীন রয়েছেন কেন্দ্রের কর্মচারীরা। তবে তা চলতি বছরের ডিসেম্বর পর্যন্তই বহাল থাকবে। তারপরেই অষ্টম পে কমিশন (Government Employees) লাগু হওয়ার কথা রয়েছে। তবে সুপারিশ বাস্তবায়িত হতে আরও সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে গুঞ্জন শোনা যাচ্ছে, কর্মচারীদের ভাতায় টান পড়তে পারে অষ্টম পে কমিশনে (Government Employees)।

অষ্টম পে কমিশনে কেন্দ্রীয় কর্মচারীদের (Government Employees) ভাতায় বদল?

কেন্দ্রের অষ্টম পে কমিশন (Government Employees) নিয়ে দীর্ঘদিন ধরেই অব্যাহত রয়েছে জল্পনা। শোনা যাচ্ছে, নতুন পরিকাঠামোয় বেতন বাড়তে চলেছে কর্মীদের। একই সঙ্গে ভাতা নিয়েও ছড়িয়েছে নতুন জল্পনা। শোনা যাচ্ছে, অষ্টম পে কমিশনে (Government Employees) বেশ কিছু ভাতা বাতিল হতে পারে সরকারি কর্মীদের। আবার কিছু কিছু ভাতা পরস্পরের সঙ্গে জুড়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে।

Will some allowance be cancelled in government employees 8th pay commission

কী কী ভাতা বাতিল হতে পারে: ভ্রমণ ভাতা, বিশেষ শুল্ক ভাতায় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে সপ্তম পে কমিশনে ২০০ টি ভাতার মধ্যে মোট ৫২ টি ভাতা বাতিল করা হয়েছিল। অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, ছোট আঞ্চলিক ভাতাগুলি কমিয়ে কর্মীদের (Government Employees) মূল বেতন এবং ডিএ বৃদ্ধির দিকে জোর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : গাদাগাদি ভিড় এবার অতীত, চাকা গড়াল বনগাঁ রুটে প্রথম এসি লোকালের, বিশদে জানুন টাইমটেবিল থেকে ভাড়া

কত হতে পারে বেসিক পে: উল্লেখ্য, ফিটমেন্ট ফ্যাক্টর এর উপরে ভিত্তি করেই বেসিক পে বৃদ্ধি পায় কর্মীদের। ১.৮৩ থেকে বেড়ে অষ্টম পে কমিশনে তা হতে পারে ২.৮৬ এর মধ্যে। সেক্ষেত্রে প্রায় ১৩ থেকে ৩৪ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees)। অর্থাৎ কোনও কর্মচারীর বর্তমান বেসিক পে যদি ১৮ হাজার হয়, তা একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। অষ্টম পে কমিশনে সেই কর্মীর বেসিক পে ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

আরও পড়ুন : শতাব্দী প্রাচীন বনেদিয়ানা, চিরাচরিত নিয়ম নয়, কোন রীতিতে হয় কোয়েলের বাড়ির পুজো?

রিপোর্ট অনুযায়ী, অষ্টম বেতন কমিশনে প্রায় ৪৯ লক্ষ কেন্দ্রীয় বেতনভুক্ত কর্মচারী লাভবান হবেন। সঙ্গে কেন্দ্রের প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী কর্মীরাও উপকৃত হবেন বলে জানা যাচ্ছে।