রাজনীতির ময়দানে পা রাখছেন ‘মিঠাই’? তৃণমূলের হয়ে লড়বেন ঋত্বিকাও? মুখ খুললেন দুই নায়িকা

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Assembly Elections)। শুরু হয়ে যাবে বাংলার মসনদ দখলের লড়াই। ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল (Trinamool Congress), বিজেপি। সেই আবহে সামনে আসছে বড় খবর! আগামী বিধানসভা ভোটে কি প্রার্থী হচ্ছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) ও ঋত্বিকা সেন? তৃণমূলের নানান মিটিং, জমায়েতে প্রায়শয়ই দেখা যায় দুই নায়িকাকে। সেখান থেকেই মাথাচাড়া দিয়েছে এই জল্পনা। অবশেষে এই নিয়ে মুখ খুললেন তাঁরা।

ছাব্বিশের ভোটে তৃণমূলের (Trinamool Congress) টিকিটে লড়বেন সৌমিতৃষা-ঋত্বিকা?

বাংলা বিনোদন জগতের দুই অতি পরিচিত মুখ সৌমিতৃষা এবং ঋত্বিকা। জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরে আকাশছোঁয়া খ্যাতি পেয়েছিলেন সৌমিতৃষা। ইতিমধ্যেই বড় পর্দায় ডেবিউ করে ফেলেছেন। অন্যদিকে বিগত প্রায় কয়েক বছর ধরে সিনেদুনিয়ায় কাজ করছেন ঋত্বিকা। এবার কি ভোট ময়দানে নামছেন এই দুই নায়িকা?

চব্বিশের লোকসভা ভোটের আগে ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে বড় চমক দিয়েছিল তৃণমূল (Trinamool Congress)। ছাব্বিশের ভোটের আগে কি ফের একাধিক তারকাকে টিকিট দিতে চলেছে রাজ্যের শাসকদল? সম্প্রতি এমন জল্পনা দেখা দিয়েছে। তৃণমূলের নানান মিটিং, জমায়েতে যেমন প্রায়শয়ই সৌমিতৃষা ও ঋত্বিকাকে দেখা যায়। সেখান থেকে অনেকের অনুমান, আগামী বিধানসভা ভোটে হয়তো তাঁদের প্রার্থী করতে পারে জোড়াফুল শিবির। ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন দুই নায়িকা।

আরও পড়ুনঃ ধর্ষণ নাকি গণধর্ষণ? RG Kar কাণ্ডে বড় প্রশ্ন তুললেন বিচারপতি! বিরাট নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের কাছে সৌমিতৃষা বলেন, ‘রাজনৈতিক কাজকর্ম ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব দিকে নজর থাকে। উনি ভীষণ স্নেহশীল একজন মানুষ। আমাদের বিনোদন জগতের জন্য উনি অনেক কিছু করেছেন। আমাদের ডাকলে আমরা যাই। আমরা তো শিল্পী, সেখানে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি আমাদের ডাকেন সেটা তো আমাদের কাছে গর্বের বিষয়। তবে আমার কাছে এখনও অবধি এমন কোনও প্রস্তাব (ভোটে টিকিট পাওয়া নিয়ে) আসেনি। কোনও খবর পাইনি’।

Will Soumitrisha Kundu Rittika Sen join Trinamool Congress

সৌমিতৃষা বলেন, তিনি এই পদের জন্য কতখানি উপযুক্ত তিনি জানেন না। সেই কারণে এখনই কিছু বলার মতো অবস্থায় নেই। তবে এও বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব দিলে তিনি তাঁর কথা মতো কাজ করবেন। খানিকটা একই সুর শোনা গিয়েছে ঋত্বিকার (Rittika Sen) গলাতেও।

অভিনেত্রী বলেন, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জন্য তিনি প্রচুর ক্যাম্পেইন করেছেন, আগামী দিনেও করতে পারেন। তবে তিনিও এখনও অবধি কোনও প্রস্তাব পাননি বলে জানিয়েছেন। ঋত্বিকার কথায়, ‘আমার বয়স অনেকটাই কম। আমার কাছে এখনও এমন কোনও প্রস্তাব আসেনি। খবরও পাইনি। তবে আগামী দিনে যদি এমন কোনও প্রস্তাব আসে অথবা আমার মত বদলায় তখন ভেবে দেখা যাবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর