বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্কিং পরিষেবাকে (Banking Services) অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা হিসেবে বিবেচিত করা হয়। শুধু তাই নয়, করোনার (Corona) মতো ভয়াবহ মহামারী চলাকালীন যখন প্রায় প্রতিটি ক্ষেত্র স্তব্ধ হয়ে গিয়েছিল তখনও সচল রাখা হয়েছিল ব্যাঙ্কিং পরিষেবাকে। এদিকে, দীর্ঘদিন ধরেই ব্যাঙ্কের কর্মচারীরা তাঁদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। পাশাপাশি, তাঁদের এটাও দাবি ছিল যে তাঁদের সাপ্তাহিক ছুটি বৃদ্ধি করতে হবে। এমতাবস্থায়, আবার একটি বড় আপডেট সামনে এসেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
মূলত, ব্যাঙ্কের কর্মচারীরা একইসাথে বেতন বৃদ্ধির পাশাপাশি ছুটি বাড়ানোর দাবি তুলেছিলেন। এক্ষেত্রে কর্মী সংগঠনের দাবি ছিল প্রত্যেক সপ্তাহে দুই দিন ছুটি দিতে হবে। সেক্ষেত্রে শনিবার দিতে হবে ছুটি। অর্থাৎ, সামগ্রিকভাবে ব্যাঙ্ক পাঁচ দিন খোলা রাখতে হবে। এদিকে, বর্তমান নিয়ম অনুযায়ী প্রতি মাসে রবিবারগুলি ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক।
আরও পড়ুন: পাত্তা পাবেনা সোনাও! এটাই হল বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতু, দাম জানলে উড়ে যাবে হুঁশ
এমতাবস্থায়, কর্মীদের প্রতি শনিবার ছুটি দাবি করার প্রসঙ্গে সাধারণ ভাবেই একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল। পাশাপাশি, অনেকেই মনে করেছিলেন যে, ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন কর্মীদের ছুটি বৃদ্ধির দাবি হয়তো মেনে নিতে পারে। তবে, এবার সামনে আসছে ভিন্ন খবর। রিপোর্ট অনুযায়ী, কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি দাবি মেনে নিলেও ছুটি বৃদ্ধির দাবি মেনে নেয়নি IBA। অর্থাৎ, সোজা কথায় কর্মীরা প্রত্যেক শনিবার ছুটির দাবি করলেও সেই দাবি অস্বীকার করা হয়েছে।
আরও পড়ুন: ভারতীয় বাজারে “রাজ” করছে জাপানি কোম্পানির এই সস্তা SUV! মাত্র ১০০ দিনেই বিক্রি ২০,০০০ গাড়ি
তবে, ব্যাঙ্ক কর্মচারীদের আরেকটি দাবি মেনে ১৭ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন। যার ফলে রাষ্ট্রায়ত্ত সহ বেশকিছু বেসরকারি ব্যাঙ্কের কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে। এই দাবি মেনে নিয়েছে সমস্ত ব্যাঙ্ক ইউনিয়ন। এমতাবস্থায়, গত ২০২১-২২ অর্থবর্ষ থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য এই বেতন বৃদ্ধি পাবে বলেও জানা গিয়েছে। সেই অনুযায়ী গত অর্থবর্ষের বকেয়া টাকা পাবেন কর্মীরা।
উল্লেখ্য যে, ব্যাঙ্কের কর্মীদের শেষ বেতন বৃদ্ধি করা হয়েছিল ২০২০ সালে। সেক্ষেত্রে তিন বছর ধরে আলোচনার পর ওই বেতন বৃদ্ধি করা হয়। এমতাবস্থায়, ফের ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি বেতন বৃদ্ধির দাবি তুলেছিল। তাদের দাবি ছিল, মহামারীর সময়ে থেকে শুরু করে সরকারি প্রকল্পগুলির কাজ প্রতিটি ক্ষেত্রেই তৎপরতার সাথে কাজ করেছেন কর্মীরা। পাশাপাশি ব্যাঙ্কগুলি বর্তমানে ভালো মুনাফার মধ্যেও রয়েছে। তাই, তারা বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিল। এই পরিস্থিতিতে, ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন প্রথমে ১৫ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিলেও দীর্ঘ আলোচনার পর IBA কর্মীদের ১৭ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।