বাংলা হান্ট ডেস্ক: প্রতি বছরের মতো, এবারেও নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশবাসী বাজেটের (Budget 2026) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু, এবার তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ, এবার ১ লা ফেব্রুয়ারি পড়েছে রবিবার। লেখা আছে। এদিকে, সরকারি অফিস সাধারণত রবিবার বন্ধ থাকে। এমতাবস্থায়, আদৌ ঐ দিন বাজেট পেশ হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
বদলাবে বাজেট (Budget 2026) পেশের তারিখ?
সরকারের প্রস্তুতি কী: জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আসন্ন ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে প্রস্তুত। সরকারি মহলের খবর অনুযায়ী, সরকার এবারেও ১ ফেব্রুয়ারি (রবিবার) বাজেট পেশ করার পরিকল্পনা করছে। তবে, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে, এই জল্পনার অবসান ঘটাতে, আগামী বুধবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে। সংসদীয় বিষয়ক মন্ত্রিসভা কমিটির (CCPA) ওই বৈঠকে সংসদের বাজেট অধিবেশনের তারিখ চূড়ান্ত করা হবে। পাশাপাশি বাজেট উপস্থাপনের তারিখও চূড়ান্ত করা হবে। যদি কমিটি সম্মতি দেয়, তাহলে দেশের ইতিহাসে এটি হবে বিরল ঘটনাগুলির মধ্যে একটি যেখানে সংসদ ছুটির দিনেও কাজ করবে এবং বাজেট পেশ করা হবে। এর আগেও বিশেষ পরিস্থিতিতে, সরকারগুলি রবিবার বাজেট উপস্থাপন করছে। তাই এটি কোনও অসম্ভব বিষয় নয়।
আরও পড়ুন: একের পর এক চমক! নতুন বছরে দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির LIC, সস্তায় চালু হবে বন্ধ হওয়া পলিসিও
অধিবেশনটি ২৮ জানুয়ারি শুরু হতে পারে: বাজেট অধিবেশনের সম্ভাব্য সময়সূচি সামনে এসেছে। যদি রিপোর্টগুলি বিশ্বাস করা হয়, তাহলে বাজেট অধিবেশন আগামী ২৮ জানুয়ারি শুরু হতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। ঠিক তার পরের দিনই, দেশের অর্থনৈতিক সমীক্ষা ২৯ জানুয়ারিতে উপস্থাপন করা যেতে পারে। যা দেশের অর্থনীতির স্বাস্থ্যের একটি রিপোর্ট কার্ড হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: শেয়ার বাজারে হাহাকার রিলায়েন্সের! মুহূর্তের মধ্যে উধাও ১ লক্ষ কোটি, সামনে এল কারণ
এর পরে, আগামী ৩০ এবং ৩১ জানুয়ারি ছুটির সম্ভাবনা রয়েছে। অতএব, সরকার যদি ১ ফেব্রুয়ারি বাজেট পেশের তারিখ ধরে থাকে, তাহলে রবিবার দেশ একটি নতুন বাজেট পেতে পারে। এই দিনটি সাধারণ জনগণের জন্যও বিশেষ হবে। কারণ ছুটির দিন হওয়ায়, সাধারণ মানুষ কর্মব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে অর্থমন্ত্রীর বাজেট পেশ ভালোভাবে শুনতে এবং অনুধাবন করতে পারবেন।












