বাংলা হান্ট ডেস্ক: এবারে একটি অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গুজরাটের CID শাখা ভারতের ৪ জন বিখ্যাত ক্রিকেটারকে সমন পাঠিয়েছে। ওই ৪ ক্রিকেটারের মধ্যে রয়েছেন শুভমান গিল (Shubman Gill), রাহুল তেওয়াটিয়া, মোহিত শর্মা এবং সাই সুদর্শন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তাঁদের ৪৬০ কোটি টাকার চিট ফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে।
গিল (Shubman Gill) সহ টিম ইন্ডিয়ার ৪ ক্রিকেটার হবেন গ্রেফতার?
মূলত, বিনিয়োগ জালিয়াতির কিংপিন ভূপেন্দ্র সিং জালাকে তদন্তকারী সংস্থাগুলি জিজ্ঞাসাবাদ করলে এই বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি প্রকাশ করেছেন যে ওই ৪ ক্রিকেটার বিনিয়োগ করা অর্থ ফেরত দেননি। তদন্তকারী আধিকারিকদের মতে, শুভমান গিল (Shubman Gill) যিনি IPL-এ গুজরাট টাইটানসের অধিনায়ক ছিলেন, এই জালিয়াতি প্রকল্পে ১.৯৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।
এদিকে, গিল (Shubman Gill) ছাড়াও আরও ৩ ক্রিকেটার তাঁর চেয়ে কম টাকা বিনিয়োগ করেন। এদিকে, ইতিমধ্যেই ভূপেন্দ্র সিং জালার অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণকারী রুশিক মেহতাকেও গ্রেফতার করেছে CID আধিকারিকরা।
আরও পড়ুন: জামিনের আবেদন খারিজ! যাবজ্জীবন কারাদণ্ড হবে চিন্ময়কৃষ্ণ দাসের? কি জানাল আদালত?
মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, “যদি এই ক্ষেত্রে মেহতা দোষী সাব্যস্ত হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা অ্যাকাউন্ট্যান্টদের একটি টিম তৈরি করেছি। যারা জালা দ্বারা পরিচালিত আনঅফিসিয়াল অ্যাকাউন্ট বুক এবং লেনদেনের তদন্ত করবে। আনঅফিসিয়াল বুকটি CID আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন এবং সোমবার থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন: আর মিলবে না রেহাই! এবার গৌতম গম্ভীরকে দেওয়া হল ডেডলাইন, তুমুল হইচই ভারতীয় ক্রিকেটে
আধিকারিকরা এর আগে প্রকাশ করেছিলেন যে জালা ৬ হাজার কোটি টাকার কেলেঙ্কারির সাথে যুক্ত রয়েছে। কিন্তু পরে এই পরিমাণ কমে ৪৫০ কোটি টাকা হয়ে গিয়েছিল। আধিকারিকদের দ্বারা জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “জালা একটি আনঅফিসিয়াল অ্যাকাউন্ট বুক বজায় রাখছিলেন। যা CID ইউনিটের হাতে এসেছে। সেই বুকে ৫২ কোটি টাকার লেনদেনের হিসাব পাওয়া গেছে। এই তদন্ত অনুসারে, মোট পরিমাণ ৪৫০ কোটি টাকা অনুমান করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকায় এই পরিমাণ বাড়তে পারে।”