ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ শেষ হলেই অবসর নেবেন ভারতের এই দুই তারকা খেলোয়াড়? তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ভারত (India) বনাম ইংল্যান্ডের (England) মধ্যে চলা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের একদম অন্তিম লগ্ন এসে উপস্থিত হয়েছে। শুধু তাই নয়, সম্পন্ন হয়েছে চারটি টেস্ট ম্যাচ। যেখানে তিনটি ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। অর্থাৎ পরিসংখ্যানের দিক থেকে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল (India National Cricket Team)। এমতাবস্থায়, পঞ্চম টেস্ট ম্যাচটি শুরু হতে চলেছে আগামী ৭ মার্চ থেকে।

এদিকে, এই টেস্ট সিরিজে নজর কেড়েছেন একাধিক তরুণ খেলোয়াড়। যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে ধ্রুব জুরেল, সরফরাজ খানের মতো ক্রিকেটাররা নিজেদের পারফরম্যান্সফের ওপর ভর করে জিতে নিয়েছেন ক্রিকেট প্রেমীদের মন। যদিও, এরই মাঝে নতুন করে একটি জল্পনার উদ্রেক ঘটেছে। যেখানে দাবি করা হচ্ছে, এই টেস্ট সিরিজের পরেই হয়তো ভারতের কিছু তারকা খেলোয়াড়কে আর খেলতে দেখা যাবে না।

Will these two star players of India retire after the Test series with England

অর্থাৎ, সোজা কথায় তাঁরা হয়তো অবসর নিতে পারেন। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে কোনো কোন খেলোয়াড়ের বিষয়ে এহেন দাবি সামনে এসেছে? বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। প্রথমেই জানিয়ে রাখি যে, যাঁদের অবসরের সম্পর্কে আলোচনা হচ্ছে সেই খেলোয়াড়রা ভারতীয় নির্বাচকদের দ্বারা দীর্ঘদিন ধরেই উপেক্ষিত হচ্ছেন। এমনকি টেস্ট ক্রিকেটে, তাঁদের গুরুত্বপূর্ণ অবদানও রয়েছে।

আরও পড়ুন: আসতে চলেছে বড় লগ্নি? ভারত সফরে এসে মোদীর সাথে সাক্ষাৎ বিল গেটসের, হল AI নিয়ে আলোচনা

এই তালিকায় নাম রয়েছে চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara)। উল্লেখ্য যে, তাঁকে শেষবার গত বছর ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা গিয়েছিল। কিন্তু, তারপর থেকেই আর দলে অন্তর্ভুক্তি ঘটেনি তাঁর। এমন পরিস্থিতিতে ইতিমধ্যেই দীর্ঘ আট মাস ধরে দলের বাইরে রয়েছেন তিনি। তবে, এবার ৩৫ বছর বয়সী এই ব্যাটার ইংল্যান্ডের বিরুদ্ধে চলা টেস্ট সিরিজের পর অবসর ঘোষণা করতে পারেন বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন: মমতার ব্রিগেডের জন্য বাতিল ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ! মন খারাপ ফুটবল প্রেমীদের

এদিকে, গত দেড় বছর ধরে দলের বাইরে রয়েছেন ৩০ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারীও। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে শেষবার ভারতের জার্সিতে দেখা যায় তাঁকে। তারপরে ভারতীয় নির্বাচকরা হনুমা বিহারীকে জাতীয় দলের হয়ে আর খেলার সুযোগ দেননি। এমতাবস্থায়, এখন হনুমা বিহারী ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি, চলতি বছরের রঞ্জি ট্রফিতেও দুর্দান্ত ছন্দে ব্যাট করেছেন এই খেলোয়াড়। সামগ্রিক পরিস্থিতি বিচার করে এই খেলোয়াড়ও শীঘ্রই অবসর গ্রহণ করতে পারেন বলে মনে করা হচ্ছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর