বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ (India-Bangladesh Test Series) খেলবে ভারতীয় দল। যেটির প্রথম ম্যাচটি সম্পন্ন হবে চেন্নাইতে। ইতিমধ্যেই সেখানে টিম ইন্ডিয়ার অনুশীলন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যেখানে কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে প্রত্যেক খেলোয়াড় ঘাম ঝরাচ্ছেন। তবে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের (India-Bangladesh Test Series) আগে এবার একটি বড় খবর সামনে এসেছে।
বাংলাদেশের (India-Bangladesh Test Series) বিরুদ্ধে খেলবেন না এই খেলোয়াড়?
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রথম টেস্টে একজন তারকা খেলোয়াড়কে সুযোগ দেবে না টিম ইন্ডিয়া। মূলত, অক্ষর প্যাটেলের প্রথম টেস্টের প্লেয়িং ইলেভেনে সুযোগ পাওয়া কঠিন। PTI রিপোর্ট অনুসারে, গৌতম গম্ভীর এবং রোহিত শর্মার রণনীতিতে অক্ষর প্যাটেল প্লেয়িং ইলেভেনে “ফিট” হচ্ছেন না।
কোন তিন স্পিনার সুযোগ পাবেন: PTI রিপোর্ট অনুসারে, টিম ইন্ডিয়া তিনজন স্পিনার নিয়ে চেন্নাই টেস্টে নামবে। যেখানে অশ্বিন এবং জাদেজার খেলা প্রায় নিশ্চিত। এদিকে, তৃতীয় স্পিনারের দৌড়ে কুলদীপ যাদবের নাম চূড়ান্ত বলে জানা গেছে। এমতাবস্থায়, কুলদীপ খেললে অক্ষর প্যাটেলের বেঞ্চে বসা প্রায় নিশ্চিত। তবে, অক্ষর প্যাটেলকে বাদ দেওয়া সহজ সিদ্ধান্ত হবে না। কারণ তিনি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন।
আরও পড়ুন: সরকারের একটি সিদ্ধান্তেই মালামাল বিনিয়োগকারীরা! এই সেক্টরে লাফিয়ে বাড়ছে শেয়ারের দাম
অক্ষর সম্প্রতি দলীপ ট্রফিতে ইন্ডিয়া D-র হয়ে খেলেছিলেন। যেখানে তিনি ইন্ডিয়া C-র বিরুদ্ধে ৮৬ এবং ২৮ রানের ইনিংস খেলেন। এদিকে, অক্ষর প্লেয়িং ইলেভেনে থাকলে তিনি ব্যাটিংয়েও গভীরতা আনতে পারবেন এবং টেস্ট ক্রিকেটে তাঁর রেকর্ডও নিঃসন্দেহে চমকপ্রদ। তিনি ১৪ টি টেস্টে ৩৫-এর বেশি গড়ে ৬৪৬ রান করেছেন এবং বোলিংয়ে তাঁর ৫৫ টি উইকেট রয়েছে।
আরও পড়ুন: দলীপ ট্রফিতে দুর্ধর্ষ সেঞ্চুরি ঈশানের! সমালোচকদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় দিলেন কড়া জবাব
কেমন হবে বোলিং আক্রমণ: এদিকে, কুলদীপও একজন বড় উইকেট শিকারী। তিনি ইতিমধ্যেই ১২ টি টেস্টে ৫৩ টি উইকেট নিয়েছেন। এছাড়া গত কয়েক ম্যাচে তাঁর ব্যাটিংয়েও অনেকটা উন্নতি হয়েছে। তবে, শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে (India-Bangladesh Test Series) প্লেয়িং ইলেভেনে কাদের চূড়ান্ত করা হয় সেটাই এখন দেখার বিষয়। তবে, বুমরাহ এবং সিরাজ প্লেয়িং ইলেভেনে থাকবেন। পাশাপাশি, পন্থ উইকেটরক্ষক হিসেবে সুযোগ পাবেন।