হাতছাড়া করেছেন একাধিক সুযোগ ! ইংল্যান্ড সফরেই কেরিয়ারে “ফুলস্টপ” টিম ইন্ডিয়ার এই খেলোয়াড়ের?

Published on:

Published on:

Will this Team India player not get another chance.

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের (Team India) চলতি ইংল্যান্ড সফরে দীর্ঘ ৮ বছর পর টেস্ট দলে ফিরেছেন করুণ নায়ার। প্রথম ম্যাচ থেকে তৃতীয় টেস্ট পর্যন্ত টানা ৬ বার সুযোগ পান তিনি। কিন্তু, প্রতিটি ইনিংসেই তিনি হতাশ করেন। শুধু তাই নয়, ৬ টি ইনিংসে তিনি মাত্র ১৩১ রান করতে সক্ষম হন। অবশেষে টিম ইন্ডিয়া তরুণ খেলোয়াড় সাই সুদর্শনকে ম্যানচেস্টার টেস্টে সুযোগ দিয়েছে। যার ফলে করুণ নায়ার ছিটকে গিয়েছে। এদিকে, তাঁর এই বাদ পড়ার পর, মনে হচ্ছে তিনি আর হয়তো সুযোগ পাবেন না।

আর ভারতীয় দলে (Team India) সুযোগ পাবেন না করুণ নায়ার?

সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করলেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, করুণ নায়ার হয়তো টিম ইন্ডিয়ায় (Team India) নিজের জায়গা পাকাপোক্ত করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কখনও পাবে না। ইংল্যান্ড সফরে ভারতের এই তরুণ দলের পরিপ্রেক্ষিতে তিনি একজন অভিজ্ঞ ব্যাটার ছিলেন।

Will this Team India player not get another chance.

এজবাস্টন এবং লর্ডস টেস্টে তাঁকে ৩ নম্বরের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু, তিনি ব্যর্থ হন। লিডস টেস্টে তাঁকে ৭ নম্বরে লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব দেওয়া হয় এবং সেখানেও তিনি হতাশ করেন। এভাবেই ৬ টি সুযোগ হাতছাড়া করার পর, তাঁকে ম্যানচেস্টার টেস্ট থেকে বাদ দেওয়া হয়। এর অর্থ, এবার তাঁর কেরিয়ারে হয়তো “ফুলস্টপ” পড়বে।

আরও পড়ুন: চিনের সঙ্গে ক্রমশ মিটছে দূরত্ব! সম্পর্কের উন্নতি করতে এবার বড় পদক্ষেপ নিল ভারত

শেষ ৩ টেস্টে কেমন ছিল পারফরম্যান্স: ৩৩ বছর বয়সী করুণ নায়ার চলতি সিরিজে ধারাবাহিকভাবে সুযোগ হাতছাড়া করেছেন। কিছু ইনিংসে তিনি ভালো শুরু করলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট হারিয়ে সবাইকে হতাশ করেন। লিডসে তিনি ০ এবং ২০ রান করেন। এরপর, এজবাস্টন টেস্টে ৩ নম্বরে খেলে তিনি ৩১ এবং ২৬ রান করতে সক্ষম হন। তারপর লর্ডসে তিনি মাত্র ৪০ এবং ১৪ রান করতে পারেন।

আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর এই অভ্যাসই বিপদে ফেলবে তাঁকে? কেরিয়ারেও পড়বে প্রভাব? জানলে অবাক হবেন

টেস্ট রয়েছে একটি ট্রিপল সেঞ্চুরি: আমরা যদি করুণ নায়ারের টেস্ট কেরিয়ারের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, একটি ট্রিপল সেঞ্চুরি ছাড়া তিনি বিশেষ কিছু করতে পারেননি। কারণ ৯ টি টেস্ট ম্যাচের ১৩ টি ইনিংসে তিনি মাত্র ৫০৫ রান করেছেন। যার মধ্যে তিনি একটি ট্রিপল সেঞ্চুরি (৩০৩ রান)। সেটি ছাড়া, তিনি একটিও সেঞ্চুরি বা হাফ-সেঞ্চুরি করতে পারেন নি। টেস্টে তাঁর এভারেজ প্রায় ৪২। তাই ওই একটি ট্রিপল সেঞ্চুরির কারণে। তাছাড়া, তাঁর টেস্ট পরিসংখ্যান খুব একটা আকর্ষণীয় নয়। এমন পরিস্থিতিতে, তিনি পরবর্তীকালে আদৌ আর টেস্ট দলে (Team India) সুযোগ পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।