বাংলা হান্ট ডেস্ক : মোদী সরকারের (Narendra Modi) আমলে দেশের পরিকাঠামো ব্যবস্থার সার্বিক উন্নতি চোখে পড়ার মতো। ট্রেন পরিষেবা (Indian Railways) থেকে মেট্রো, বিমান থেকে রাস্তা সমস্ত কিছুই তৈরি হয়েছে বিদ্যুৎ গতিতে। আগামী কয়েক বছরের মধ্যেই বদলাতে চলেছে ভারতীয় রেলের খোলনলচে। ইতিমধ্যেই একাধিক রেল স্টেশনের নব নির্মাণের কাজে হাত দিয়েছে রেল মন্ত্রণালয়।
রেল সূত্রে খবর, স্টেশন নির্মাণের এই কাজে প্রায় ২৫,০০০ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে কেন্দ্র। যদিও রেলের এই উন্নতির বিরাট কর্মযজ্ঞের মধ্যেই সিঁদুরে মেঘ দেখে জল্পনা ছড়াতে শুরু করেছিলেন অনেকেই। সাধারণ মানুষের প্রশ্ন ছিল, এরপর কি ভাড়া আরও বাড়বে? আর এবার মানুষের সেই প্রশ্নের জবাব দিলেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এই প্রসঙ্গে রেলমন্ত্রী বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের জীবনযাত্রার মানের উন্নতির জন্য কাজ করে চলেছেন। এই একই লক্ষ্যে স্টেশনগুলোর পুনঃনির্মাণ করা হচ্ছে। আমরা সাধারণ মানুষকে কোনও বাড়তি বোঝা ছাড়াই বিশ্বমানের স্টেশনের সুবিধা দিতে চাইছি। স্টেশনের পুনঃনির্মাণের নামে আমরা কোনও ভাড়া বাড়াইনি না কোনও ফি নির্ধারণ করিনি।”
আরও পড়ুন : DA মামলায় জয়! ৪ সপ্তাহের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে, বড় নির্দেশ হাইকোর্টের
অশ্বিনী বৈষ্ণব আরও বলেছেন, রেল স্টেশনের পুনঃনির্মাণের উদ্দেশ্যে ইতিমধ্যেই ৯০০০ ইঞ্জিনিয়ারদের ট্রেনিং দিচ্ছে ভারতীয় রেল। ট্রেনিং চলছে অ্যালাইসিস, ডিজাইনিং, সিকিউরিটি, ম্যাপিং ইত্যাদি বিষয়ে। এবং আগামী ২ বছরেই সামনে আসবে কাজের অগ্রগতি। গোটা প্রোজেক্ট নিয়ে আশাবাদী খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও।
আরও পড়ুন : প্রকৃতির রুদ্রমূর্তি পুরুলিয়ায়, ভারী বৃষ্টির কারণে ধ্বস অযোধ্যায়! আতঙ্কিত স্থানীয়রা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রেল স্টেশন বিষয়ে তিনি জানিয়েছেন, এই নতুন স্টেশনগুলিতে থাকবে বসার ব্যবস্থা। পাশাপাশি নতুন আপগ্রেড ওয়েটিং রুম, হাজার হাজার স্টেশনে ফ্রি ওয়াই- ফাই সহ আরও অত্যাধুনিক স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা। সাথে প্রহরী বিহীন রেলওয়ে ক্রসিং ও রেলওয়ে সেতু বৃদ্ধির তৈরির বিষয়টির দিকেও বিশেষ নজর দিচ্ছে ভারতীয় রেলওয়ে। রেলের নিরাপত্তা জোরদার করতেই এই ভাবনাচিন্তা। পাশাপাশি বয়স্ক ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্যেও ভাবনাচিন্তা করছে রেল মন্ত্রণালয়।